• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনা আউট, সলমনের ‘Tiger3’তে নায়িকা হবে ‘চন্দু চায়ওয়ালা’র বউ, ছবি দেখেই ফিদা নেটিজেনরা

Published on:

Chandan Prabhakar AKA Chandu Chaiwala’s wife Nandini Khanna will be seen in Salman Khan’s Tiger 3

হিন্দি টেলিভিশনের সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি শো হল ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। প্রত্যেক সপ্তাহান্তে দর্শকদের জন্য বিনোদনের পসরা নিয়ে হাজির হন কপিল অ্যান্ড কোম্পানি। কপিলের টিমেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন চান্দু চাওয়ালা (Chandu Chaiwala)। তাঁর কথাবার্তা, এক্সপ্রেশন দেখে হাসি চাপা দায় হয়ে পড়ে দর্শকদের।

পর্দায় চান্দু চাওয়ালার চরিত্রটি ফুটিয়ে তোলেন যে অভিনেতা তাঁর নাম হল চন্দন প্রভাকর (Chandan Prabhakar)। তিনি কপিল শর্মার ছোটবেলার বন্ধু। এখন দুই বন্ধু একসঙ্গে এক শো’য়ে কাজ করছেন। জানিয়ে রাখি, শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন এই চান্দু চাওয়ালার স্ত্রী। তাঁর আবার সুপারস্টার সলমন খানের (Salman Khan) আসন্ন সিনেমা ‘টাইগার ৩’তে (Tiger 3) অভিনয় করবেন তিনি।

Chandan Prabhakar and Salman Khan

‘দ্য কপিল শর্মা শো’য়ের চন্দনের স্ত্রীয়ের নাম নন্দিনী খান্না (Nandini Khanna)। তাঁর বলিউডে পা রাখার খবর ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছে। সেই সৌজন্যে নেটিজেনরাও তাঁকে চিনে ফেলেছেন। চান্দুর স্ত্রী’কে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Chandan Prabhakar wife

শীঘ্রই এবার সলমন খানের হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন নন্দিনী। ভাইজান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। বলিউডে পা রাখার খবর জানাজানি হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হু-হু করে বাড়ছে নন্দিনীর অনুরাগীর সংখ্যা।

Chandan Prabhakar wife

কপিল শর্মার শো’য়ে কাজ করার সুবাদে চন্দনকে এখন চান্দু চাওয়ালা হিসেবেই চেনেন দর্শকদের একটি বিরাট অংশ। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই স্ত্রী এবং সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন তিনি। জানা গিয়েছে, ২০১৫ সালে নন্দিনীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন চন্দন। এরপর তাঁদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে এখন সুখের সংসার এই বিখ্যাত কমেডিয়ানের।

Chandan Prabhakar wife

প্রসঙ্গত, চলতি বছর ঈদ কিংবা দীপাবলির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুপারহিট ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। এই ছবিতে নন্দিনী অভিনয় করবে জানা গেলেও, তাঁকে কোন চরিত্রে দেখা যাবে এবং চরিত্রটি কতখানি গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥