• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেন অবিকল মৃণাল সেন! ‘পদাতিক’র ফার্স্ট লুকে চঞ্চল চৌধুরীকে দেখেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Chanchal Chowdhury’s look as Mrinal Sen in Padatik revealed, see photos

বাংলার তো বটেই, এই দেশের অন্যতম সেরা পরিচালকদের মধ্যে একজন হলেন মৃণাল সেন (Mrinal Sen)। এই কিংবদন্তি ব্যক্তিত্বের জীবনকাহিনীই এবার ফুটে উঠবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’এ (Padatik)। মৃণালের ৯৯তম জন্মবার্ষিকীর দিনই একথা ঘোষণা করেছিলেন পরিচালক।

গত বছর ৩০ ডিসেম্বর (কলকাতা ৭১’এর স্রষ্টার মৃত্যুবার্ষিকী) ‘পদাতিক’এর কথা ঘোষণা করেছিলেন সৃজিত। সেই সঙ্গেই জানিয়েছিলেন, কিংবদন্তি পরিচালকের চরিত্রে দেখা যাবে ওপার বাংলার নামী অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)।

Chanchal Chowdhury as Mrinal Sen

‘কারাগার’, ‘হাওয়া’ খ্যাত অভিনেতা সৃজিতের মুখ্য চরিত্রে আছেন শুনে বেশ খুশি হয়েছিলেন সিনেপ্রেমী মানুষরা। এবার ‘পদাতিক’এর প্রথম ঝলক দেখে সেই খুশি আরও কয়েকগুণ বেড়ে গেল। অনেকেই বলেছিলেন, মৃণালের বেশে চঞ্চলকে দারুণ মানাবে। প্রথম লুক প্রকাশ্যে আসার পর দেখা গেল, একেবারেই সঠিক কথাই বলেছিলেন অনুরাগীরা।

Padatik movie

সম্প্রতি ‘পদাতিক’এর প্রযোজক ফিরদৌসুল হাসান ছবি কলাকুশলীদের প্রথম ঝলক প্রকাশ্যে এনেছে। সেখানে অল্প বয়সী মৃণালের চরিত্রে দেখা গিয়েছে কোরক সামন্তকে। অভিনেতার নাক মৃণালের মতো না হওয়ায় সাহায্য নেওয়া হয়েছিল মেক আপের। পরিচালক সৃজিত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর ছবিতে কিংবদন্তি পরিচালকের ছ’ধরণের লুক দেখানো হবে।

Chanchal Chowdhury as Mrinal Sen

সৃজিত ‘পদাতিক’এর কাহিনী প্রসঙ্গে জানান, শুধুমাত্র পরিচালক মৃণাল সেনই নয়, তাঁর ব্যক্তিগত জীবন, কাজ, রাজনৈতিক সত্ত্বাও তুলে ধরা হবে ছবিতে। পাশাপাশি বাবা হিসেবে কিংবদন্তি পরিচালক ছেলে কুণাল সেনের ওপর কতখানি প্রভাব ফেলেছিলেন তাও দেখানো হবে ছবিতে।

Padatik movie

‘পদাতিক’এ মৃণাল সেনের মধ্যবয়স থেকে প্রবীণ বয়স পর্যন্ত দেখা যাবে চঞ্চলকে। দুই লুকেই দারুণ মানিয়েছে অভিনেতাকে। অপরদিকে কিংবদন্তি পরিচালকের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে এবং ছেলে কুণালের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে।

Monami Ghosh as Gita Sen

জানা গিয়েছে, সৃজিতের ছবিতে মৃণাল-পুত্রেরও একাধিক লুক দেখানো হবে। এদিন গীতাবেশে মনামী এবং কুণালের বেশে সম্রাটের লুকও প্রকাশ্যে এসেছে। প্রত্যেক কলাকুশলীর লুক দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥