• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বৌমা একঘর’ শেষ হতেই নতুনরূপে চৈতি ঘোষাল! কামব্যাক করছেন পোড় খাওয়া  রাজনীতিবিদ হয়ে

Published on:

চৈতি ঘোষাল,Chiti Ghoshal,বৌমা এক ঘর,Bouma Ekghor,ক্যানিং-এর মিনু,Canning er Minu,রাজনীতিবিদ,Politician

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ডাকুটা একজন অভিনেত্রী হলেন চৈতি ঘোষাল দীর্ঘদিনের অভিনয় কি বলে বড় পর্দার পাশাপাশি তিনি দাপিয়ে কাজ করে চলেছেন ছোট পর্দাতে। কিছুদিন আগেই স্টার জলসার পর্যায়ে শেষ হয়েছে চৈতি ঘোষাল (Chiti Ghoshal) অভিনীত সিরিয়াল। মাত্র ৩ মাস আগেই  স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল নতুন সিরিয়াল ‘বৌমা এক ঘর’ (Bouma Ekghor)।

আজকালকার দিনের আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা ছিল এই সিরিয়াল। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় মাঝ বয়সী দুই জায়ের রেষারেষিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিয়ালের মূল গল্প। সিরিয়ালে একে অপরকে টেক্কা দিতেই চাকরি করা বৌমা খোঁজার গল্প নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। তবে ৩ মাস যেতে না যেতেই ছন্দপতন। কম টিআরপির কারণে ইতিমধ্যেই শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার।

Bouma Ekghor

দিনের পর দিন কোন সিরিয়ালের শুটিং করতে করতে সেই সিরিয়ালের প্রত্যেক সদস্যই একেবারে পরিবারের মতো হয়ে ওঠেন। বৌমা একঘর সিরিয়ালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। দিনের পর দিন একসাথে কাজ করতে করতে সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা হয়ে উঠেছিলেন একেবারে পরিবারের মতো। তাই বড্ড অসময়ে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় এক প্রকার স্তম্ভিত হয়ে গিয়েছিলেন চৈতি ঘোষাল।

চৈতি ঘোষাল,Chiti Ghoshal,বৌমা এক ঘর,Bouma Ekghor,ক্যানিং-এর মিনু,Canning er Minu,রাজনীতিবিদ,Politician

মন খারাপ হয়েছিল অভিনেত্রীর অসংখ্য অনুরাগীদেরও। তবে এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য আসছে  খুশির খবর। খুব তাড়াতাড়ি একটি নতুন সিরিয়ালের হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। প্রসঙ্গত আর কিছুদিনের মধ্যেই কালার্স বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘ক্যানিং-এর মিনু’ (Canning er Minu)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন জি বাংলার ‘জীবন সাথী’ সিরিয়ালের প্রিয়ম অভিনেত্রী দিয়া বসু।

অন্যায় দেখলেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। রাজনীতির বেড়াজাল ডিঙিয়ে সে প্রমাণ করবে তার নিজস্বতা।  সিরিয়ালে তারই প্রতিপক্ষ চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী চৈতি ঘোষালের। তবে এবার  শুধু খলনায়িকা হিসেবেই নয় তিনি থাকবেন একজন কট্টর রাজনীতিবিদের (Politician) চরিত্রে। ধারাবাহিকে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-কে দেখা যাবে অভিনেত্রী শ্বশুরের ভূমিকায়।

চৈতি ঘোষাল,Chiti Ghoshal,বৌমা এক ঘর,Bouma Ekghor,ক্যানিং-এর মিনু,Canning er Minu,রাজনীতিবিদ,Politician

অভিনেত্রী জানিয়েছেন এই ধারাবাহিকে তাকে এমন এক রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে যা তিনি ইতিপূর্বে কোনদিন অভিনয় করেননি। তাই প্রথমবার রাজনীতিবীদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুন উচ্ছাসিত অভিনেত্রী নিজেও। জানা যাচ্ছে এই চরিত্রের মধ্যে একটা নেগেটিভ শেডও থাকবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥