• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের একবছর পরেও ঘোর কাটেনি উত্তম কুমারের নাতবউ দেবলীনার! গৌরবকে দিলেন বিশেষ উপহার

Updated on:

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devlina Kumar,উত্তম কুমার,Uttam Kumar,Registry Marriage,রেজিস্ট্রি ম্যারেজ,Anniversary,বর্ষপূর্তি

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাতি গৌরব চট্টোপাধ্যায়(Gourab Chatterjee) এবং তার স্ত্রী তথা অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। নানান ধরনের রিল ভিডিও থেকে শুরু করে ফিটনেস ভিডিও সহ রোজকার ব্যাক্তিগত জীবনের নানান টুকরো মুহুর্তের ছবি মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন অভিনেত্রী।

প্রসঙ্গত আজ ২০২০ সালের ডিসেম্বরেই সামাজিক রীতিনীতি মেনে একেবারে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব দেবলীনা। গত বছরের ডিসেম্বরেই পূর্ণ হয়েছে তাদের বিবাহিত জীবনের এক বছর। বিবাহ বার্ষিকীর প্রথম বছরটা খানিকটা নিজেদের মতো করেই সেলিব্রেটি করেছিলেন টলিউডের এই পাওয়ার কাপল।

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devlina Kumar,উত্তম কুমার,Uttam Kumar,Registry Marriage,রেজিস্ট্রি ম্যারেজ,Anniversary,বর্ষপূর্তি

আর গতকাল অর্থাৎ ১৫ মার্চ ছিল এই সেলিব্রেটি জুটির আইনি বিবাহের এক বছর। তাই এই শুভ দিনের একবছর পূর্তি উপলক্ষে বিয়ের আগের দিন রাতের মেহেন্দী থেকে শুরু করে বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত নানা মুহুর্তের অদেখা বেশ ছবি এবং ভিডিও একসাথে কোলাজ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,দেবলীনা কুমার,Devlina Kumar,উত্তম কুমার,Uttam Kumar,Registry Marriage,রেজিস্ট্রি ম্যারেজ,Anniversary,বর্ষপূর্তি

মিষ্টি মুহুর্তের এই ভিডিও কোলাজের ক্যাপশনে দেবলীনা লিখেছেন ‘যে আমরা আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ১৫ ই মার্চ আমরা সই করেছিলাম।’ এছাড়া নিজের ইনস্টা স্টোরিতে রেজিস্ট্রি ম্যারেজের একবছর পূর্তিতে একেবারে ঘরোয়া কায়দায় সেলিব্রেশন এর একটি ছবি শেয়ার করেছেন দেবলীনা, সেটি গৌরকেও শেয়ার করতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)


এদিন এই সেলিব্রেটি জুটির বিয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নিমেষে। কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু বান্ধব দের অসংখ্য শুভেচ্ছা বার্তা। প্রসঙ্গত আপাতত এই সেলিব্রেটি জুটির দুজনেই নিজেদের কাজ নিয়ে তুমুল ব্যস্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥