• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনও কাটেনি বিয়ের রেশ, গল্পের মত সুন্দর বিয়ের ভিডিও শেয়ার করলেন টেলি অভিনেত্রী অনিন্দিতা

টলিলউড হোক কিংবা বলিউড শীত পড়তেই একের পর এক সাতপাকে বাঁধা পড়েছেন একাধিক সেলিব্রেটি জুটি। তালিকায় রয়েছেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় সেলিব্রেটি জুটি অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। নতুন বছরের শুরুতেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনেই আইনি বিয়ে সেরেছেন এই দম্পতি।

উল্লেখ্য সুদীপ এবং অনিন্দিতা দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সাথে যুক্ত। তবে আগে একে অপরকে চিনলেও দুজন দুজনের অতটাও ভালো বন্ধু ছিলেন না তারা। সম্প্রতি বিয়ের পর একথা জানিয়েছিলেন অভিনেত্রী। এমনিতে কদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কানা ঘুঁষো শোনা যাচ্ছিল প্রেম করছেন অনিন্দিতা, সুদীপ। অবশেষে জল্পনায় শিলমোহর দিয়ে কাছের মানুষদের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন এই মিষ্টি দম্পতি।

   

অনিন্দিতা রায়চৌধুরী,Anindita Roy Chowdhury সুদীপ সরকার,Sudip Sarkar,বিয়ে,Marriage,ভিডিও,Video,সোশ্যাল মিডিয়া,Social Media

জানা যায় মাত্র ৫ মাস প্রেম করেই বিয়ে সেরেছেন তারা। বিয়ের দিন অনিন্দিতা পরেছিলেন টুকটুকে লাল বেনারসি আর সোনার গয়না।আর মানানসই লাল সাদা জহর কোট পরেছিলেন সুদীপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাদের ছবি। এই তারকা দম্পতির ঘরোয়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানালী দে, অভিমন্যু মুখোপাধ্যায়,পরিচালক অনিন্দ্য ব্যানার্জী, সুশান্ত দাস, দেবিকা ব্যানার্জী সহ তাঁদের কাছের কিছু বন্ধু।

অনিন্দিতা রায়চৌধুরী,Anindita Roy Chowdhury সুদীপ সরকার,Sudip Sarkar,বিয়ে,Marriage,ভিডিও,Video,সোশ্যাল মিডিয়া,Social Media

সবাইকে অবাক করে আচমকাই আইনি বিয়ে সারার প্রসঙ্গে অনিন্দিতা বলেছিলেন “দু’টো মানুষ একে অপরকে ভালোবেসে একসাথে থাকাটাই আসল। সোশ্যাল ম্যারেজ সমাজের জন্য করা। লিগাল ম্যারেজ করলাম কারণ অনেক জায়গায় ঘুরতে গেলে বা থাকতে গেলে অসুবিধায় পড়তে হয়,তাই আইনি সইসাবুদ দরকার। কোথায় ঘুরতে যেতে অসুবিধা হত।”

অনিন্দিতা রায়চৌধুরী,Anindita Roy Chowdhury সুদীপ সরকার,Sudip Sarkar,বিয়ে,Marriage,ভিডিও,Video,সোশ্যাল মিডিয়া,Social Media

জানা যায় বান্ধবী মানালির বুদ্ধিতেই আগে থেকে পরিকল্পনা করে প্রজাতন্ত্র দিবসের মতো ছূটির দিনকেই বিয়ের জন্য বেছে নিয়েছিলেন এই জুটি। যাতে সারাজীবনের জন্য কেউই এই বিশেষ দিনে তাদের কাজে ডাকতে না পারে। আজ বিয়ের সেই মিষ্টি মুহুর্তের টুকরো ছবি ভিডিও কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সুদীপ অনিন্দিতা। ক্যাপশনে লিখেছেন গল্পের মত। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।