বিনোদন দুনিয়ার বহু তারকা (Celebrity) রয়েছেন, যাঁদের নেশার দ্রব্য থেকে শুরু করে ফেয়ারনেস ক্রিম- এসব কিছুর বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়। অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খান-সহ বহু তারকা কোটি টাকার সেই বিজ্ঞাপনের অফার একেবারে লুফে নেন। কিন্তু এই বিনোদন ইন্ডাস্ট্রিতেই এমন বহু তারকা রয়েছেন, যারা মানুষের ক্ষতি করে টাকা উপার্জন করেন না। কোটি টাকা দিলেও সমাজের পক্ষে ক্ষতিকর জিনিসের বিজ্ঞাপনের (Advertisement) অফার ফিরিয়ে দেন। আজকের প্রতিবেদনে এমনই ৮ জন তারকার নাম তুলে ধরা হল।
আল্লু অর্জুন (Allu Arjun) – সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের নাম প্রথমেই রয়েছে। সম্প্রতি ‘পুষ্পা’ খ্যাত অভিনেতার কাছে ১০ কোটি টাকার বিনিময়ে মদের বিজ্ঞাপনের প্রস্তাব গিয়েছিল। কিন্তু তিনি সটান না করে দিয়েছেন। সমাজ এবং সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন আল্লু।
স্বরা ভাস্কর (Swara Bhaskar) – বলিউডের এই নামী অভিনেত্রীর নামও এই তালিকায় রয়েছে। একবার এই অভিনেত্রীর কাছেই কয়েক কোটির বিনিময়ে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি না করে দেন। স্বরার বক্তব্য ছিল, এতে সমাজে খারাপ বার্তা যাবে।
নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) – বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেই অভিনেতার কাছে একবার কন্ডোমের বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব গিয়েছিল। পারিশ্রমিক হিসেবে অফার করা হয়েছিল কয়েক কোটি টাকা। কিন্তু অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
জন আব্রাহাম (John Abraham) – বলিউড অভিনেতা জনের কাছে তামাকের বিজ্ঞাপন দেওয়ার জন্য কয়েক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা সমাজের ক্ষতি করবেন না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
ইমরান হাশমি (Emraan Hashmi) – বলিউডের ‘কিসিং কিং’এর নামও এই তালিকায় রয়েছে। একবার অভিনেতার কাছে ৪ কোটি টাকার বিনিময়ে মদের বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব গিয়েছিল। কিন্তু ইমরান সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) – বলিউড সুপারস্টার অভিষেকের কাছে একবার ১০ কোটি টাকার বিনিময়ে মদের বিজ্ঞাপন দেওয়ার অফার গিয়েছিল। কিন্তু বলি তারকা কোটি টাকার বিনিময়েও সমাজের ক্ষতি করবেন না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
রণবীর কাপুর (Ranbir Kapoor) – ঋষি কাপুরের পুত্রের নামও এই তালিকায় রয়েছে। রণবীরের কাছে একবার কোটি টাকার বিনিময়ে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার অফার গিয়েছিল। কিন্তু অভিনেতা সমাজে ভুল বার্তা যাবে বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
অনুষ্কা শর্মা (Anushka Sharma) – বলি সুন্দরী অনুষ্কার নামও এই তালিকায় রয়েছে। তিনিও একবার সমাজের ক্ষতি করবেন না বলে কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
অনুষ্কার কাছে একবার একটি নামী কোম্পানির ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেওয়ার অফার গিয়েছিল। পারিশ্রমিক হিসেবে কয়েক কোটি দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু অভিনেত্রী সমাজের কথা ভেবে সেই প্রস্তাব খারিজ করে দেন।