• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভ্যালেন্টাইনস ডে এর দিনটি স্মরণীয় করে তুলতে চাইলে অবশই দেখুন এই উপায়গুলি

আজ ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। অনেকেই চান আজকের দিনটিকে স্পেশাল করে তুলতে বা স্মরণীয় করে রাখতে। কিন্তু ভেবেই পান না যে ঠিক কিভাবে বাকি দিনগুলির থেকে খানিক আলাদা করে তুলবেন আজকের দিনটিকে। তাই আজ বংট্রেন্ডের পেজে এমন কিছু উপায় নিয়ে এসেছি যাতে খুব সহজেই আজকের দিনটি স্পেশাল ও স্মরণীয় করে তোলা যায়।

অনেকে হয়তো ভাবছেন দিনটিকে স্পেশাল করে তুলতে গেলে অনেক খরচ হয়। কিন্তু, এই কথাটি মোটেও ঠিক নয়, অনেক  সময় আপনার ও আপনার ভালোবাসার মানুষের মাঝের ভালোবাসাটাই সবথেকে দামি। আর সহজ কিছু টিপসের মাধ্যমেই আপনি আপনার প্রিয়জনের মন জিতে নিতে পারেন আজকের দিনে। আসুন দেখে নেওয়া যাক উপায় গুলি।

   

১. মিষ্টি বা চকোলেট (Sweet / Chocolate)

Chocolate

সবার প্রথমেই যে উপায়টির কথা বলবো সেটা হল মিষ্টিমুখ। কারণ কথাতেই আছে যে কোনো শুভ কাজের শুরুই হয় মিষ্টিমুখ করে। তাই মনের মানুষের জন্য আজ কিছু মিষ্টি সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। আর মিষ্টি কিছুই মধ্যে কিন্তু চকোলেটও রয়েছে। মেয়ে হোক বা ছেলে সকলেই কম বেশি চকোলেট পছন্দ করে, তাই দিনের শেষে সন্ধ্যার দিকে একটু মিষ্টি মুখ করে প্রেমের সম্পর্কে একটু মিষ্টতা আনা যেতেই পারে।

২. নস্টালজিক তথা রেট্রো ডেটিং (Nostalgic / Retro Dating)

আজকাল সকলেই কম বেশি আধুনিকতার দিকে ছুটে চলেছে। কিন্তু ভেবে দেখুনতো এই আধুনিকতার ভিড়ে কিছুটা সময়ের জন্য যদি সময়টা একটু পিছিয়ে নেওয়া যায়। পুরোনো দিন গুলো যখন মনে পরে তখন কতই না ভালো লাগে। তাই বলি কি মন চাইলে আজ কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে না গিয়ে ভালোবাসার মানুষটির পছন্দের প্রিয় কোনো জায়গায় যেতে পারেন যেখান থেকে সম্পর্কের শুরু হয়েছিল।

৩. সিনেমা (Movie)

Movie

বর্তমানে বহু এমন ছবি রয়েছে যা স্পেশাল অকেশনে রিলিজ করে। তেমনি প্রেমের এই দিনটিকে স্পেশাল করে তুলতে চাইলে প্রেমের গল্প নিয়ে তৈরী কোনো সিনেমা দেখতে যেতেই পারেন। তাহলে সিনেমা হলে হাতে হাত রেখে ছবি উপভোগ করতেও যেমন পারবেন তেমনি প্রেমের ছবি দেখে নিজেদের প্রেমটাকেও আরো বেশি করে অনুভব করতে পারবেন। আর ভালোবাসা মানেই তো একটা সুন্দর অনুভূতি।

৪. শৈল্পিকভাবে (Artistic)

Painting

আমাদের মধ্যে অনেক এমন কাপল রয়েছে যাদের হাতের কাজ খুব সুন্দর। অর্থাৎ কেউ দারুন আঁকতে পারেন তো কেউ আবার দারুন গাইতে পারেন। তো এই শৈল্পিক গোছের যাঁরা আছেন তারা চাইলে প্রেমিক প্রেমিকাদের জন্য আজ কিছু স্পেশাল তৈরী করতে পারেন। যেমন ধরুন প্রেমিকার একটা সুন্দর ছবি এঁকে সেটা গিফট করলেন বা ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে একটা সুন্দর গান লিখে সেটাতেই সুর দিয়ে শোনালেন তাকে।

৫. ক্যান্ডেল নাইট ডিনার (Candle Night Dinner)

Candel Night Dinner

ওপরের শব্দটা শুনে হয়তো বুঝেই গেছেন কি বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমি ক্যান্ডেল লাইট ডিনারের কথাই বলতে চলেছি। আপনি প্রেমের সম্পর্কের শুরুতে থাকুন বা ইতিমধ্যেই প্রেমে মগ্ন থাকুন না কেন রোমান্টিক সময় কাটানোর একটা খুব ভালো উপায় হল ক্যান্ডেল নাইট ডিনার। এর জন্য যেকোনো একটি পছন্দের হোটেল বুক করে সেখানে আলো কিছুটা কমিয়ে একটা মোমবাতি মাঝে রেখে আজকের সন্ধ্যাটা একটি স্পেশাল করে তোলাই যায়।

এমনকি আপনারা যদি ইতিমধ্যেই স্বামী স্ত্রী হয় যান তাহলেও এটি সম্ভব। বা বাইরে কোথাও না গিয়ে চাইলে বাড়িতেই মোমবাতি জেলে একটু কিছু স্পেশাল রান্না করা যেতে পারে। আর দিনের শেষে একসাথে বসে সেই খাবারটাই এনজয় করা যেতে পারে রোমান্টিক ভাবে।

 

site