• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাল্টে গেল বাজি! বেড়ালেও ভয়ে উল্টোপথে হাটছে কুকুর, সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল ভিডিও

Updated on:

ইন্টারনেটে প্রতিদিনই লক্ষ্য লক্ষ্য ভিডিও আপলোড হচ্ছে। তার মধ্যে হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে রোজই। এদের মধ্যে কিছু ভিডিও এমন যা দেখলে আপনি হাস্তে বাধ্য হবেন, তেমনি কিছু ভিডিও আপনাকে অবাক করে দেবে। এই সমস্ত ভিডিও গুলিতে মানুষ থেকে পশু পাখি সকলের আজব সব কান্ড কারখানা দেখা যায়। বিশেষত যদি বিড়ালের কান্ড কারখানা লক্ষ্য  করেন দেখবেন তাদের কান্ড কারখানা যেমন হাস্যকর তেমনি অবাক করার মতো।

এবার সোশ্যাল মিডিয়াতে এরকমই এক বিড়ালের কান্ড কারখানা ভাইরাল হয়েছে। তবে শুধু মাত্র বিড়াল নয় ভিডিওতে আছে একটি কুকুরও, তাদের সম্মিলিত কান্ড কারখানা দেখে আপনিও অবাক হবেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো একব্যক্তির পোষ্য একটি কুকুর কোনো এক পার্কে সম্ভবত তার প্রভুর সাথে ওয়াকে বেরিয়েছে। রাস্তায় কুকুরটির পথ আটকেছে কিছু বেড়াল, তবে বেড়াল গুলিকে দেখে ভয় লাগবে আপনারও। কালো লোমশ বেশ বড় সড়ো এই বেড়াল গুলি, সংখ্যায় তারা ছিল মোট ৪ জন। তাদের মধ্যে একটি সাদা বেড়ালও ছিল।

কুকুরটি প্রথমে তাদের এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু বেড়াল গুলির ভয়ানক দৃষ্টি দেখে কুকুরটি পিছিয়ে আসে। এরপর কুকুরটি সাহস করে আবার যায় বেড়াল গুলির কাছে, এতেই ঘটে বিপত্তি ৪ বেড়ালের মধ্যে একজন রীতিমত আক্রমন করে কুকুরটির ওপর। ভয়ে কুকুরটিও পালিয়ে যেতে থাকে। বেড়ালের কুকুরকে আক্রমনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। আসলে বেড়ালের হাব ভাব বোঝা মুশকিল ঠিকই, টেবিল বেড়াল মশাই যে এরকম আক্রমন করতে পারেন ইটা ভাবতে পারেনি কেউই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥