ইউটিউবের ‘রোস্টিং কিং’ ক্যারি মিনাতিকে (Carryminati) এখন ছোট থেকে বড় সকলেই চেনে। ক্যারিমিনাতির আসল নাম হল অজয় নাগর (Ajay Nagar), ফরিদাবাদের ছেলে অজয়। বর্তমানে ইউটিউবে ক্যারির প্রতিটি ভিডিওই ব্যাপক ভাইরাল হয়। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ লক্ষ মানুষ ক্যারির ভিডিও দেখেন। মূলত গেমিং ও রোস্টিং এর জন্য বিখ্যাত ক্যারি। কিন্তু এবার ক্যারির বিরুদ্ধে দায়ের হল অভিযোগ।
সম্প্রতি ক্যারির একটি ভিডিওতে মহিলাদের নিয়ে নোংরা যৌন ইঙ্গিতপূর্ণ ইঙ্গিতের অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির এক আইনজীবী এই অভিযোগ করেছেন পুলিশের কাছে। তার মতে ক্যারির তৈরী ভিডিওতে মহিলাদের নিয়ে করা হয়েছে কুরুচিকর মন্তব্য। যিনি অভিযোগ দায়ের করেছেন তার নাম হল গৌরব গুলাটি।
দিল্লির ওই আইনজীবী ক্যারি মিনতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিজেই টুইট করে জানিয়েছেন সেই কথা। টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি একটি ক্রিমিনাল কমপ্লেন ফাইল করেছি ইউটিউব ষ্টার (অজয় নাগর) ক্যারি মিনতির বিরুদ্ধে। আইপিসি ধারার ৩৫৪/এ, ৫০৯, ২৯৩ ও মহিলা সুরক্ষা আইন ১৯৮৬ এবং আইটি আইন ২০০৮ এর সেকশন ৬৭ তে দায়ের করা হয়েছে অভিযোগ’।
#carryminati Today I have filed Criminal #Complaint against CARRYMINATI YOUTUBER(AJEY NAGAR)U/s 354A/509/293/IPC,SEC.3/6/7 OF INDECENT REPRESENTATION OF WOMEN ACT,1986 AND SEC.67 OF IT ACT,2008 at DCP(North Delhi)for making outrageous remarks about #women on his Channel pic.twitter.com/gdXg4RC3jL
— GAURAV GULATI (@Adv_Gulati1) September 6, 2021
টুইটটি থেকে জানা যাচ্ছে নর্থ দিল্লির ডিসিপির কাছে এই অভিযোগ জানিয়েছেন আইনজীবী গৌরব গুলাটি। ইতিমধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনা কিন্তু প্রথমবার ঘটেনি। এরআগে ২০২০ সালে টিকটকের সাথে ইউটিউবের তুলনা করে একটি রোস্টিং ভিডিও তৈরী করেছিল ক্যারি মিনাতি। সেই ভিডিও নিয়েও আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ভারতে টিকটক ব্যান হবার আগে টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে ব্যাপক রোস্টিং শুরু হয়। সেই সময় ব্যাপক জনপ্রিয় হয়ে পরে ক্যারিমিনাতি। এছাড়াও ক্যারির মজার ভিডিও ও দুর্দান্ত পাঞ্চ লাইনের দিওয়ানা হয়ে পড়ে সকলেই। ক্যারির প্রতিটি ভিডিওই সুপার ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মাত্রই।