• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাবণের সীতাহরণ সঠিক ছিল! এই মন্তব্যের জেরে মামলা দায়ের সাইফের বিরুদ্ধে শুনানি আগামী ২৩শে ডিসেম্বর

Published on:

বলিউড (Bollywood) অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan)। আজকাল অভিনেতা ‘আদিপুরুষ (Adipurush)’ ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত। এরই মধ্যে আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন অভিনেতা। যে কারণে  সংবাদ মাধ্যমের চর্চায় উঠে এসেছেন সাইফ আলী খান। ওম রাউত (Om Raut) পরিচালিত আদিপুরুষ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। ছবিটির রিলিজের জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই ছবির কারণেই বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা সাইফ আলী খান।

যেমনটা জানা যাচ্ছে, ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে কথা হলে সাইফ আলী  খান একটি  মন্তব্য করেন। সেই মন্তব্যের কারণেই এই সমস্যা। অভিনেতার মতে রাবণের বোন সুর্পণখার নাক কাটা হলে রাবন সীতাকে অপহরণ করে কোনো ভুল করেনি। এটা কোনোভাবেই ভুল কাজ হয় বরং উচিত কাজই করেছে। সাথে সাইফ এও বলেন ‘আদিপুরুষ’ ছবিতে রাবণের আলাদা রূপ দেখা যাবে।

এই মন্তব্যের পরেই অভিনেতা সাইফকে ভক্তদের তীব্র ক্ষোভ ও কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। এরপর উত্তরপ্রদেশের জৌনপুরের এক আইনজীবী সাইফের বিরুদ্ধে জৌনপুর জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (এসিজেএম) আদালতে মামলা দায়ের করেছেন।

যেমনটা জানা যাচ্ছে সিভিল কোর্টের আইনজীবী ওই ব্যক্তির নাম হিমাংশু শ্রীবাস্তব অ্যাডভোকেট উপেন্দ্র বিক্রম সিংয়ের মাধ্যমে এই মামলা করেছেন। মামলাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার জন্য ১৫৬(৩) ধারাতে নথিভুক্ত করা হয়েছে। এই মামলার আগামী শুনানি ২৩শে ডিসেম্বর হতে চলেছে। যেখানে সাইফ আলী খানকে হাজির থাকতে হবে।

প্রসঙ্গত এই সমস্ত ঘটনার পর সাইফ আলী খান ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চেয়ে কোনো লাভ হয়নি। সাইফ পত্নী কারিনার তরফ থেকেও একটি বিবৃতি এসেছে যেখানে তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন সাইফ ক্ষমাপ্রার্থী। কিন্তু মামলা দায়ের করা আইনজীবীর মতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মোটেও রসিকতা হিসাবে নেওয়া উচিত নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥