বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দাদাগিরি (Dadagiri)। সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সঞ্চালনায় আরও বেশি জনপ্রিয় এই শো। দাদার সাথে খেলতে কচি থেকে বয়স্ক সকলেই হাজির হন এই মঞ্চে। মজার খেলার পাশাপাশি চলে আড্ডা, সাথে আলাপ হয় অনেক প্রতিভাধারী ব্যক্তিত্বদের সাথেও। সম্প্রতি এমনই একজন গুণী ডাবিং আর্টিস্ট উপস্থিত হয়েছিলেন দাদাগিরির মঞ্চে।
ছোট থেকে বড় সকলেই কার্টুন ভালোবাসে। শুধু যে ছোটরা হা করে কার্টুন দেখে তা কিন্তু একেবারেই নয়, বড়রাও কিন্তু কার্টুন পছন্দ করে। আর এদিন দাদাগিরিতে এই কার্টুনের বিশেষ কিছু চরিত্ররা হাজির হয়েছিল। চিন্তায় পড়লেন বুঝি? কার্টুনের চরিত্ররা কিভাবে আসবে দাদাগিরিতে! তাহলে বলি কার্টুনের যে চরিত্রগুলি আমরার পর্দায় দেখি সেগুলোর যে গলার স্বর তা করেন কোনো এক ডাবিং আর্টিস্ট।
এদিন এমনই ভয়েস ডাবিং আর্টিস্ট সমাপ্তি দাস (Samapti Das) হাজির হয়েছিলেন দাদাগিরিতে। বিশেষ এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। যেখানে সৌরভ গাঙ্গুলি জানান, বিভিন্ন কার্টুনের ভয়েস আর্টিস্ট সমাপ্তি দাস উপস্থিত হয়েছেন। এরপর দাদার অনুরোধে ঠাকুমার ঝুলির একটি গল্পকে দাদাগিরির মঞ্চেই পাঠ করে শোনান তিনি। যেখানে ঠাকুমা, নাতনি ও রাক্ষসী এই তিন গলায় গল্প পাঠ করে শুনিয়েছেন।
তাঁর গল্প পাঠ শুনে রীতিমত চমকে দিয়েছিলেন সকলে। নিখুঁতভাবে গল্পের প্রতিটা চরিত্রের স্বর করে শুনিয়েছেন তিনি। বিশেষত রাক্ষসীর হাসি শুনে মঞ্চে উপস্থিত সকল প্রতিযোগী থেকে শুরু করে সৌরভ অবাক হয়ে গিয়েছিলেন। গোটা গল্প শুনে প্রশংসার পর সৌরভ বলেন, আপনি তো বাড়িতে রাত্রিবেলায় যে কাউকে ভয় দেখতে পারেন! যা শুনে হেসে ফেলেন সমাপ্তি।
ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। সাথে যারা এই ভিডিও দেখেছেন তাদের অনেকেই সমাপ্তি দাসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকেই কার্টুনের পিছনে থাকা স্বরের আসল চেহারা প্রথমবার দেখতে পেলেন এই ভিডিওর মাধ্যমে তারাও প্রশংসা করেছেন শিল্পীর।