এই প্যথিবীতে প্রতিভাবান মানুষের অভাব নেই। অনেকেরই অনেক প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাগুলি অনেক সময় সঠিক সুযোগ বা মঞ্চ না পাওয়ায় হারিয়ে যায়। কেউ দুর্দান্ত নাচেন তো কারোর গানের গলায় মুগ্ধ হতে বাধ্য আমজনতা। গরিব ঘরে কত শত প্রতিভায় অর্থাভাবে নষ্ট হয়ে যায়। তবে, যারা হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও নিজেদের সংগ্রাম চালিয়ে যায় তাদের জয় হয়ই। আজকাল ইন্টারনেটের যুগে মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে আসক্ত। আর সোশ্যাল মিডিয়াতে রোজ হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। ভাইরাল এই ভিডিওগুলিতে হাসির ভিডিও, আজব সব কান্ড কারখানার ভিডিও থেকে শুরু করে প্রতিভাবানদের ভিডিও থাকে।
আসলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্প সময়েই অনেক বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে যাওয়া যায়। তাই অনেকেই আজকাল নিজেদের প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তার মধ্যে যাদের প্রতিভা সত্যি অতুলনীয়, তাদের ভিডিও মানুষের পছন্দ হলেই তা ভাইরাল হয়ে পরে। এরকমই একটি ভিডিও বর্তমানে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কথায় আছে মানুষের পেশা যাই হোক না কেন, প্রতিভা কখনোই চাপা থাকে না।
এই যেমন ধরুন আনন্দ রায়ের কথা, পেশায় কাঠ মিস্ত্রী তিনি। বাঁশের কাজ করতে করতেই গান বাঁধেন গান করেন। ওনার গান শুনলে আপনি বুঝতে পারবেন অবিকল যেন মান্না দে গান গাইছেন। আনন্দবাবু কাঠের কাজ করতে করতেই গান করেন। তার এই অসাধারণ কণ্ঠের গানের ভিডিও কোনো এক জন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে। তারপর থেকে আনন্দবাবুর গান দেখেছেন হাজারো দর্শকেরা। গান শুনে মুগ্ধ তারা। আনন্দবাবুর গানের ভিডিও এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।