• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবির এই গোলুমোলু খুদেই কাঁপিয়েছেন বলিউড থেকে সাউথ! চিনতে পারছেন নায়িকাকে? রইল পরিচয়

Published on:

can you gess the famous bollywood cum south indian actress is in this viral photo

শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে সলমন খান (Salman Khan)- মাঝেমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় বিনোদন দুনিয়ার নামী তারকাদের নানান ধরণের ছবি ভাইরাল হতে দেখি। কখনও তাঁদের কাজের কিংবা ব্যক্তিগত জীবনের ছবি ভাইরাল হয়ে থাকে, কখনও আবার দেখা যায় তারকাদের ছোটবেলার ছবি। আজকের প্রতিবেদনে বি টাউনের এক জনপ্রিয় নায়িকার ছেলেবেলার ছবি (Childhood picture) তুলে ধরা হল। দেখুন তো আপনি চিনতে পারছেন কিনা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউডের (Bollywood) এই নামী অভিনেত্রী ছেলেবেলার ছবি ভাইরাল হয়েছে। যা দেখার পর থেকে প্রত্যেকে তাঁকে চেনার চেষ্টা করছেন। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চিনতে পারছেন না। ছবির এই মিষ্টি দেখতে মেয়ে শুধুমাত্র বলিউডই নয়, কাজ করেছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেও। নিজের অভিনয়ের মাধ্যমে একাধিকবার মুগ্ধ করেছেন দর্শকদের।

Asin, Bollywood, entertainment, Asin Childhood picture, আসিন, বলিউড, বিনোদন, নায়িকা, actress, Asin Thottumkal

ছবিতে থাকা এই পুঁচকি মেয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেই। এরপর বলিউডে পা রাখেন তিনি। আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমার হয়ে সলমন খান- কাজ করেছেন ইন্ডাস্ট্রির বহু প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। চিনতে পারলেন এই অভিনেত্রীকে?

Asin, Bollywood, entertainment, Asin Childhood picture, আসিন, বলিউড, বিনোদন, নায়িকা, actress, Asin Thottumkal

যদি এখনও না চিনতে পেরে থাকেন, তাহলে জানিয়ে রাখি এই ছবিটি হল জনপ্রিয় অভিনেত্রী আসিনের (Asin)। আমির খানের বিপরীতে ‘গজনী’, অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউসফুল ২’ এবং সলমনের খানের বিপরীতে ‘রেডি’ ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। আসিনের সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।

Asin, Bollywood, entertainment, Asin Childhood picture, আসিন, বলিউড, বিনোদন, নায়িকা, actress, Asin Thottumkal

তবে সাউথ-বলিউড কাঁপানো এই নামী অভিনেত্রীকে এখন অবশ্য পর্দায় দেখা যায় না। বলিউডে কাজ করে জনপ্রিয়তা পাওয়ার পর আসিন নামী শিল্পপতি রাহুল শর্মার সঙ্গে সাত পাক ঘোরেন। ২০১৬ সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন নায়িকা। এরপর অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি।

Asin, Bollywood, entertainment, Asin Childhood picture, আসিন, বলিউড, বিনোদন, নায়িকা, actress, Asin Thottumkal

‘গজনী’, ‘রেডি’র মাধ্যমে জনপ্রিয়তা আদায় করা আসিন এখন এক সন্তানের মা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মেয়ের ছবি ভাইরাল হয়ে থাকে। শোনা যায়, বিয়ের পর তিনি স্বামী রাহুলের ব্যবসায় মন দিয়েছেন। বিনোদন দুনিয়ায় আবার কবে তাঁকে দেখা যাবে সেই বিষয়ে কোনও খবর এখনও পাওয়া যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥