• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭৫% চোখ বুজলেই দেখতে পাবেন এক কিংবদন্তি ফুটবলারকে! নাম বলতে পারলেই আপনি জিনিয়াস

Published on:

Optical illusion,Viral,Viral news,Social media,Footballer,Cristiano Ronaldo,Offbeat,Offbeat news,Bangla khobor,অপটিক্যাল ইলিউশন,চোখের ধাঁধা,ভাইরাল,ভাইরাল সংবাদ,সোশ্যাল মিডিয়া,ফুটবলার,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,অফবিট,অফবিট সংবাদ,বাংলা খবর,Optical illusion Cristiano Ronaldo,Optical illusion footballer,অপটিক্যাল ইলিউশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,চোখের ধাঁধা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,অপটিক্যাল ইলিউশন ফুটবলার,চোখের ধাঁধা ফুটবলার

সোশ্যাল মিডিয়ার এই যুগে অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusion) আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের অংশ হয়ে উঠেছে। এগুলিকে অবশ্য ‘চোখের ধাঁধা’ও বলে থাকেন অনেকে। এমন বহু মানুষ আছেন যারা এগুলি নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

বিশেষজ্ঞরা বলেন, চোখের ধাঁধা সমাধান করলে যেমন একাঘেয়েমি দূর হয়, তেমনই এর আরও অনেক গুণাগুণ আছে। এর মাধ্যমে একজন মানুষের আইকিউ লেভেল যাচাই করে নেওয়া যায়। সেই সঙ্গেই পরীক্ষা করা যায় দৃষ্টিশক্তির প্রখরতাও। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ধাঁধায় কী আছে।

Can you find the hidden footballer in the optical illusion within 6 seconds

আজকের প্রতিবেদনে যে চোখের ধাঁধাটি নিয়ে এসেছি সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সেই ধাঁধায় জলাশয়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে চমক রয়েছে অন্য জায়গায়। কারণ এই ছবির মধ্যেই রয়েছে একজন কিংবদন্তি ফুটবলারের মুখ। আর তাঁর নাম বলাটাই হল আজকের চ্যালেঞ্জ।

ভাইরাল (Viral) এই ধাঁধা সমাধান করার জন্য আপনার হাতে মাত্র ৬ সেকেন্ড সময় রয়েছে। দাবি করা হয়েছে, একশোজনের মধ্যে মাত্র একজন এই চোখের ধাঁধা সমাধান করতে সক্ষম হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ৬ সেকেন্ডের মধ্যে ছবিতে লুকিয়ে থাকা কিংবদন্তি ফুটবলারের (Footballer) নাম বলতে পারেন কিনা।

Can you find the hidden footballer in the optical illusion within 6 seconds

নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি সংশ্লিষ্ট ফুটবলারকে চিনতে পেরে যান তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস। তবে না পারলেও হতাশ হবেন না, কারণ আমরা বলে দিচ্ছি ছবিতে কোন ফুটবলারের মুখ দেখা যাচ্ছে।

ভাইরাল এই চোখের ধাঁধা ভালো করে দেখলে আপনি পর্তুগালের স্বনামধন্য ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ দেখতে পাবেন। চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করলেই ফুটে উঠবে তাঁর মুখ। আপনার যদি এই ধাঁধা সমাধান করে ভালোলেগে থাকে তাহলে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন, আর দেখুন ৬ সেকেন্ডের মধ্যে তাঁরা সঠিক উত্তর দিতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥