করোনা কালে বিগত ২ বছরে এমন অনেক কিছুই ঘটেছে যা একসময় কল্পনার অতীত ছিল। শেষ হয়েও যেন কিছুতেই শেষ শেষ হচ্ছে না করোনার সংক্রমণ। যার কোপ গিয়ে পড়ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যকের জীবনে। আসলে শীত পড়তেই বছর বছর বিয়ের ধুম পড়ে যায় চারদিকে। তেমনই গতবছরের আগস্ট মাসেই বিয়ের দিন ক্ষণ ঠিক করে ফেলেছিলেন বর্ধমানের বাসিন্দা পাত্র-পাত্রী সন্দীপন সরকার (Sandipan Sarkar),এবং অদিতি দাস (Aditi Das)।
তখন যদিও করোনার সেকেন্ড ওয়েভের প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। তাই ২০২২ এর ২৪ জানুয়ারিতেই ধুমধাম করেই বিয়ের অনুষ্ঠান করবেন বলে ঠিক করেছিলেন তারা। কিন্তু এরই মধ্যে ক্রমশ চওড়া হতে থাকে করোনার থাবা। তাতেই করোনা আক্রান্ত হয়ে পড়েন পাত্র সন্দীপন। এমনকি বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি।
তাই পরিস্থিতির কথা বিচার করে এক অভিনব আইডিয়া আসে তার মাথায়। ভার্চুয়াল কথাটাই বারবার ঘুরে ফিরে আসছিল সন্দীপনের মাথায়। সন্দীপন চেয়েছিলেন তার বিয়েতে দুই বাড়ির তরফে অন্তত মোট ১০০ জন হাজির থাকুক। অনলাইনেই বিয়ের অনুষ্ঠান করার কথা মাথায় আসে সন্দীপনের। তাই ফেসবুকে পুরো পরিকল্পনাটা পোস্ট করেন পাত্র নিজেই।
সন্দীপনের পরিকল্পনা দেখে আগ্রহ প্রকাশ করে জোম্যাটো ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। নিমন্ত্রিত অতিথিরা যাতে অনলাইনেই, আশীর্বাদ জানাতে পারেন তার জন্য দেওয়া হয় গুগল মিটের লিঙ্ক। শুধু তাই নয়, নিমন্ত্রিতদের ভূরিভোজের আয়োজনও করা হয়। দায়িত্ব নিয়ে নিমন্ত্রিত দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয় জোম্যাটো।
এখানেই শেষ নয় চমক ছিল সন্দীপনের বর যাত্রীতেও। কোনো দামি গাড়ি নয় পরিবেশ দূষণের কথা মাথায় বরং সাইকেলে চেপেই বিয়ে করতে রওনা দেয় পেশায় ব্যাবসায়ী সন্দীপন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় সন্দীপন আর অদিতি। নেটিজেনদের অনেকে যেমন এই অভিনব আইডিয়া কে কুর্নিশ জানিয়েছেন তেমনি অনেকের ধারণা এটি আসলে জোম্যাটোর বিজ্ঞাপনের নতুন ফন্দি।