• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোরু চালিত হাফ ট্যাক্সি! এই অদ্ভুত গাড়ি দেখে হেসে গড়াচ্ছেন নেটবাসী, ভাইরাল ভিডিও

Bullock Cart Viral Video

Viral Video: রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা, ‘কুমোড়পাড়ার গোরুর গাড়ি (Bullock cart) বোঝাই করা কলসী হাড়ি’ আমরা ছোট থেকে সকলেই পড়েছি। এমনকী গ্রামে গঞ্জে গোরুর গাড়ি চলে ফিরতেও দেখেছি আমরা। তবে গোরু চালিত ট্যাক্সি (Taxi) কী কখনো দেখেছেন? কি অবাক হচ্ছেন তো ? ট্যাক্সি আবার গোরু কীভাবে চালাবে?

আজ্ঞে হ্যাঁ এবার শহরের রাস্তায় চলে ফিরে বেড়াতে দেখা গেল এমনই এক গাড়ি৷ তাও এই গাড়ি শুধুই গোরুর গাড়ি বা ট্যাক্সি নয়। সম্প্রতি তুমুল ভাইরাল (viral) একটি ভিডিওতে (Video) দেখা গিয়েছে, কাঠের তৈরি ট্যাক্সির সামনে নেই ইঞ্জিন। ট্যাক্সির সামনে বসে আছেন এক চালক এবং সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে দুই প্রকাণ্ড গরু। এই গোরু চালিত হাফ ট্যাক্সির নমুনা দেখে হেসে গড়াচ্ছেন সাইবারবাসী।

এই ভিডিও এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা নেটপাড়া জুড়েই। ভিডিওতে এই গাড়ি দেখেই এই অবস্থা, ভাবুন তো যারা এই গাড়ি চাক্ষুষ দেখেছেন তাদের
তো হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় হয়েছে।

এই অভিনব গাড়ি দেখে চোখ কপালে উঠেছে নেটবাসীর, হাসাহাসির পাশাপাশি এই মজার গাড়ির প্রযুক্তিগত কারুকাজের ও প্রশংসা করেছেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥