• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিং দিয়ে সিংহকে তুলে কাছাড়ে দিলো মোষ, তুমুল ভাইরাল ভিডিও !

Updated on:

সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে কত ভিডিওই না ভাইরাল হচ্ছে। কখনো  মানুষের কার্যকলাপ তো কখনো  পুশু পাখিদের। কিছু মজার তো কিছু ভিডিও চিন্তায় ফেলে দেয়। এবার একটি ভিডিও  ভাইরাল হচ্ছে ইন্টারনেটে  যেখানে বনের রাজা সিংহ মামাকে লড়াই করতে দেখা গেছে,  কিন্তু সেখানে হেরে ভুত হয়েছেন তিনি।

কথায় আছে শত্রূকে কখনোই কমজোর ভাবতে নেই, ইস! সিংহ মামাকে যদি এই কথাটা কেউ বলে দিত। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু সিংহ একটি মহিষকে আক্রমন করেছে। অনেক্ষন ধস্তা ধস্তির পর মহিষটি খানিকটা কবজায় আসে। এর পর সিংহটি মহিষটিকে কামড়ে ধরে বসে পরে যাতে মহিষটি সম্পূর্ণ মারা গেলে তাকে টেনে নিয়ে সে তার পেট পূজা করতে পারে।

কিন্তু, সে গুড়ে বালি! মহিষের কিছু বন্ধু তখন মহিষটিকে উদ্ধারের জন্য দৌড়ে আসে। আর দৌড়ে এসে যা করল তা দেখে আপনিও হয়তো হেসে ফেলবেন। মহিষটিকে  বাঁচাতে অন্য এক মহিষ এসে সিং দিয়ে গুতো মেরে সিংহ মামাকে একেবারে হাওয়ায় ছুড়ে ফেলে দিল।

এর পর আর কি! সিংহ মামাকে চলে যেতে হল সেখান থেকে। বেঁচে গেল মহিষটি ও তার বন্ধুরা। এর থেকে বোঝাই যায় শত্রূকে কখনোই দুর্বল মনে করতে নেই। আর তার সাথে এটাও মনে রাখতে হবে যে বিপদে বন্ধুরাই এগিয়ে আসে ঠিক যেমন এই মহিষটির বন্ধুরা এসে বাঁচিয়ে নিলো মহিষটিকে।

https://youtu.be/EpnERlsfBFc

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥