• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Jio কে টেক্কা দিয়ে ২৫০ এরও কমে দুর্দান্ত আনলিমিটেড প্ল্যান আনল BSNL

বর্তমান ইন্টারনেটের যুগে টেলিকম অপারেটরদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। প্রতিযোগিতার এই বাজারে BSNL বাকি অপারেটরদের থেকে তুলনামূলকভাবে সস্তা। কিন্তু Jio, Airtel, Vi এরাও বর্তমান বাজারে  প্রতিযোগীতায় কোমর বেঁধে নেমেছে। তাই এবার BSNL ২৫০ টাকারও কমে একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে। বাকি অপারেটরদের তুলনায় অনেকটাই কম।

অন্যান্য অপারেটরদের ক্ষেত্রে যেখানে দৈনিক ৩ জিবি ডেটার জন্য প্রায়  ৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়। সেখানে BSNL এর এই প্ল্যান অনেকটাই সাশ্রয়ী। আসুন জেনে নেওয়া যাক নতুন BSNL এর প্লানটিতে কি কি সুবিধা পাওয়া যাবে। সাথে দেখে নেওয়া যাক বাকি অপারেটরদের প্ল্যান।

   

BSNL  এর প্ল্যান ২৪৭

BSNL এর ২৪৭ টাকার এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ৩ জিবি করে ডেটা পাবেন। সাথে থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং। যদিও BSNL এর আনলিমিটেড কলিং আসলে ২৫০ মিনিট প্রতিদিন। সাথে থাকবে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস। সাধারণত এই প্ল্যানটি ৩০ দিনের বৈধতা দেয়। কিন্তু, ৩০ শে নভেম্বরের মধ্যে রিচার্জ করলে আপনি ১০ দিনের অতিরিক্ত বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ ২৪৭ টাকার প্ল্যানে ৪০ দিনের ভ্যালিডিটি পাবেন।

অন্য দিকে BSNL এর মতো বাকি অপারেটর যেমন Jio, Vi, Airtel এরাও দৈনিক ৩ জিবি ডেটার প্ল্যান অফার করে। তবে, Jio এর ক্ষেত্রে দৈনিক ৩ জিবি ডেটার প্ল্যানটি রিচার্জ করতে খরচ হবে ৩৪৯ টাকা যা BSNL এর তুলনায় অনেকটাই বেশি। তবে Jio এর ক্ষেত্রে আপনি জিও থেকে জিও আনলিমিটেড কলিং পাবেন কোনো সীমা ছাড়াই। সাথে অন্যান্য নেটওয়ার্কে কলিং এর  জন্য় থাকবে ১০০০ মিনিট। এই প্ল্যানটিতে বৈধতা থাকবে ২৮ দিন।

Vi ও Airtel এর ক্ষেত্রে আবার আরো বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের দৈনিক ৩ জিবির প্ল্যান নিতে গেলে।  উভয়  ক্ষেত্রেই দৈনিক ৩ জিবি ডেটা প্লানের মূল্যই ৩৯৮ টাকা। যেটা BSNL ও JIO উভয়ের থেকেই বেশি। তবে এই দুই অপারেটরদের ক্ষেত্রে ৩ জিবি  দৈনিক ডেটার সাথে যেকোনো নেটওয়ার্কে একেবারে আনলিমিটেড  কলিং এর সুযোগ  পাবেন। যেটা BSNL বা JIO তে নেই। এই প্লানের বৈধতা উভয় ক্ষেত্রেই ২৮ দিন।

site