• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ টাকারও কমে রোজ ২ জিবি ডেটা দেবে BSNL, জিও তেও নেই এমন প্ল্যান

টেলিকমের (Telecom) বাজারে প্রতিযোগিতা চরমে। BSNL ও এই প্রতিযোগিতায় নিজের জাজ্ঞা বজায় রাখতে বদ্ধ পরিকর। বাজারে জিও (Reliance Jio) আর এয়ারটেলের (Airtel) মধ্যে যেন লড়াই তুঙ্গে প্রায় প্রতিদিনই নতুন নতুন সমস্ত অফার লঞ্চ হচ্ছে। কোনটা সস্তায় দিচ্ছে বেশি ডেটা। আবার কোনোটায় থাকছে সস্তায় বেশি দিনের বৈধতা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অজস্র প্ল্যান সামনে আসছে রোজই।

এবার এই প্রতিযোগিতার বাজারে জায়গা ছাড়তে নারাজ BSNL। জিও এয়ারটেলকে টেক্কা দিয়ে এক সে এক দুর্দান্ত প্রিপেড ও পোস্ট পেড প্ল্যান রিলিক করেছে BSNL । এদিন বিএসএনএল আরেকটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। যা এখনো পর্যন্ত কোনো অপারেটরর নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। BSNL এবার এমন একটি প্ল্যান ঘোষণা করেছে যা রিলায়েন্স জিও বা এয়ারটেল বা ভিআই কারোর কাছেই নেই।

   

২০০ টাকারও কমে একটি দুর্দান্ত প্ল্যানের ঘোষণা করেছে BSNL। এই প্লেন থাকবে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিনের ২ জিবি ডেটা ও আরো অনেক কিছু। বাকি কোনো  অপারেটরেরই ২০০ টাকার কমে এধরণের প্ল্যান উপলব্ধ নেই। আসুন জেনে নেওয়া যাক BSNL এর এই নতুন প্লানের সন্মন্ধে।

BSNL এর ১৯৯ টাকার প্ল্যান

BSNL তাদের গ্রাহকদের জন্য একটি ১৯৯ টাকার প্ল্যান ঘোষণা করেছে। আগামী ২৪শে ডিসেম্বর থেকে এই প্ল্যানটিতে রিচার্জ করানো যাবে। এই প্ল্যানে বাকি  অপারেটরদের থেকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমে পাওয়া যাবে দুর্দান্ত সুবিধা। ১৯৯ টাকার এই প্লেন থাকবে ৩০ দিনের বৈধতা। সাথে প্রতিদিনের ২ জিবি ডেটা। ১০০টি এসএমএস থাকবে এই প্ল্যানের সাথে। তবে, বলে রাখা দরকার বিএসএনএলের আনলিমিটেড কলিং এর মাধ্যমে প্রতিদিন ২৫০ মিনিট ফ্রি পাওয়া যাবে।

site