• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুড়ঙ্গপথে ভারতে অনুপ্রবেশ করছিল পাক জঙ্গি, সুড়ঙ্গের সাথে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Published on:

গত ১৯ শে নভেম্বর জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নাগরোটায় (Nagrota) জঙ্গি হামলা হয়। ওই হামলার ৪ জঙ্গিই নিহত হয় ভারতীয় সেন্স জওয়ানদের দ্বারা। এই ঘটনার পর থেকেই জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল গুলিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সেনা বাহিনীর নজরদারি এড়িয়ে অনুপ্রবেশ প্রায় অসম্ভব, তাই প্রাথমিক সন্দেহ ছিল হয়তো সুড়ঙ্গ পথেই অনুপ্রবেশ ঘটেছে। সেই সন্দেহেই চলছিল অভিযান। এদিন সন্দেহ সত্যি করে হদিশ মিলল সুড়ঙ্গের।

রবিবার মিঃ সিং, বিএসএফ কর্মকর্তা এনএস জামওয়াল ও রেগাল পুলিশের প্রবীণ কর্মকর্তা মুকেশ সিংহ রেগালের কাছেই ঘটনাস্থল পরিবর্ধন বেরিয়েছিলেন। পরিদর্শন চলাকালীন সাম্বার (Samba Regal) রেগাল এলাকায় ৫ ফুট বাই ৫ ফুটার একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় সেনা। এই সুড়ঙ্গটি একেবারে ভারত পাকিস্তানের আন্তর্জাতিক বর্ডার বরাবর। সুড়ঙ্গটি পাকিস্তানের ভেতরে ৩০ – ৪০ কিমি পর্যন্ত গিয়েছে। যার ফলে নিহত পাক জঙ্গিরা যে এই সুড়ঙ্গ পথেই ভারতে অনুপ্রবেশ করেছিল তা বোঝা যায়।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, জাটওয়াল থেকে মাত্র ৩০ কিমি দূরেই পাকিস্তানে একটি জঙ্গি ট্রেনিং ক্যাম্প  তৈরী হয়েছে। সেখান থেকেই হয়তো জঙ্গিরা এসেছে ভারতে। গড় বৃহস্পতিবার নিহত ৪ জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার  মধ্যে ২৩টি ম্যাগাজিন, ২৯টি গ্রেনেড, ১ টি এ কে ৪৭ রাইফেল , ১০টি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, একটি জিপিএস সিস্টেম উদ্ধার হয়েছে। অন্যদিকে রবিবারের খোঁজ পাওয়া সুড়ঙ্গের আশেপাশে পাকিস্তানের একটি কেমিকাল কোম্পানির বস্তা পাওয়া গেছে। বস্তায় পাকিস্তানের নাম রয়েছে একেবারে স্পষ্টভাবেই। যা গোটা ঘটনায় পাকিস্তানের যোগসূত্র প্রমান করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥