• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌ পিটিয়ে শিরোনামে মিঠাই অভিনেতা! সাফাই গেয়ে বিস্ফোরক নায়ক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) তালিকায় আজও সবার প্রথমেই উঠে আসে একটাই নাম। তা হল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়াল নিয়ে বরাবরই দর্শকদের পাগলামির শেষ নেই। বয়স দুবছরেরও বেশি হয়ে গেলেও আজও এই সিরিয়াল জনপ্রিয়তায় আঁচ পড়েনি একফোঁটাও। তাই টিআরপি তালিকায় যতই ওঠানামা লেগেই থাকুক না কেন গোপালের আশীর্বাদে ভক্তদের কাছে আজও ‘মিঠাই রানী ইস দ্যা বেস্ট’।

কিন্তু এসবের মধ্যেই এই সিরিয়ালের এক নায়কের বিরুদ্ধে উঠলো বধূ নির্যাতনের (Bride Torture) মত এক ভয়ংকর অভিযোগ। তবে এখানে বলে রাখি এই মিঠাই অভিনেতা কিন্তু বাংলা মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ নয়। তিনি আসলে হিন্দি মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আশিষ ভরদ্বাজ। প্রসঙ্গত বহুদিন আগেই মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা বাংলার গন্ডি ছাড়িয়ে পৌঁছেছে অন্য রাজ্যেও।

   

Soumitrisha Kundu, Mithai sad, Mithai serial Mithai sad

তেমনি মিঠাই সিরিয়ালের হিন্দি রিমেকে এই সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করছেনঅভিনেতা আশিষ ভরদ্বাজ (Asish Bharadwaj)। এবার আশীষের  বিরুদ্ধেই বধূ নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী কাজল চোনকার (Kajol Chonkar)। তাঁর অভিযোগ আশীষ তাঁকে মারধোর, মানসিক অত্যাচার তো করতোই। এমনকি গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগও এনেছেন তিনি।

জানা গেছে আভিনেতার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন কাজল। যদিও স্ত্রীকে ছেড়ে কথা বলেননি আশীষও। এরপরেই পাল্টা অভিযোগ এনে সংবাদমাধ্যমে অভিনেতা দাবি করেছেন কাজলের তোলা সব অভিযোগ মিথ্যা। বিশেষ করে কাজল পুলিশের কাছে অভিযোগ করেছেন আশীষ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে ঠকিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,Hindi Remake,আশিষ ভরদ্বাজ (Asish Bharadwaj,কাজল চোনকার,Kajol Chonkar,বধূ নির্যাতন,Bride Torture

কিন্তু আসলে তো তাদের বিয়ে হয়ে গিয়েছে আগেই। সেই বিয়ে নিয়েই এখন আফসোস করছেন আশীষ। আসলে পরিবারের বিরুদ্ধে গিয়ে কাজলকে বিয়ে করেছিলেন আশীষ। এদিন সকলের সামনে স্ত্রীর মুখোশ খুলে দিয়েছেন অভিনেতা।

ছোটপর্দার সিদ্ধার্থ এদিন জানান তিনি যখনই কাজে বেরোতেন তখনই তাঁর স্ত্রী তাঁর কাজে বাধা সৃষ্টি করতেন নানাভাবে। কখনও কখনও সমস্ত সীমা পার করে ফেলতেও নাকি দুবার ভাবতেন না কাজল। এমনই একটি ঘটনার উদাহরণ দিয়ে আশীষ বলেন একবার নাকি তিনি অডিশন দিতে যাচ্ছিলেন। তখন নাকি তাঁর কাজে বাধা দেওয়ার জন্য তাঁর মুখে খামচে দিয়েছিল কাজল।

site