গতবছর থেকে এবছর পর্যন্ত দীর্ঘ দিন লকডাউনের কারণে অনেক সামাজিক অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছে। এমনকি মানুষের জীবনের সবচেয়ে বেশি খুশির মধ্যে একটি অনুষ্ঠান বিয়ের (marriage)অনুষ্ঠানে পর্যন্ত ব্যাপক প্রভাব পড়েছে লকডাউনের কারণে। অনেকেই লকডাউনের কারণে বিয়ে ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। কেউ কেউ বিধি নিষেধ মেনে বিয়ে করেছেন। আবার কেউ কেউ নিয়মের তোয়াক্কা না করেই বিপুল সংখ্যক জন সমাগম সহ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
তবে বিয়ে যেমনই হোক না কেন হয়তো একবারই! তাই বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেগুলিকে আজীবন জীবিত রাখতে চান অনেকেই। আর বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়েই এমন হাজারো ঘটনা ঘটে যা রীতিমত স্মরণীয় করে তোলে বিয়ের অনুষ্ঠানগুলিকে। এর মধ্যে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা ভাইরাল ভিডিওতে (viral video) পরিণত হয়ে যায়।
সম্প্রতি এমনই একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিওটি সাধারণ একটি বিয়ের ভিডিওই দেখা যাচ্ছে তবে শেষের একটি ঘটনা ভিডিওটিতে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। বিয়ের মালাবদলের সময় অনেক ক্ষেত্রেই বর কণেকে কোলে তুলে উঁচুতে তোলা হয় যাতে মালা পড়াতে না পারে। এখানেও সেই কান্ড হতে দেখা যাচ্ছে।
தவறி விழுற வீடியோ இல்லை..
புருஷன் மைன்ட் வாய்ஸ் என்னவாயிருக்கும் என்பதை சொல்லவும் pic.twitter.com/wDNmDLXEVa— ஞானக்குத்து (@Gnanakuthu) July 2, 2018
প্রথমে বরকে কোলে তুলেছে এক ব্যক্তি। এরপর ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি কণেকেও কোলে তুলেছে। এরপর একে একে পাত্রী পাত্রকে ও পাত্র পাত্রীকে মালা পড়িয়েছে। কিন্তু মালাবদল হবার পর কণেকে নিচে নামাতেই যে কোলে তুলেছিল তাকে সজোরে থাপ্পড় মারে বিয়ের কণে। একঝাঁক লোকের সামনে নতুন বৌয়ের হাতে থাপ্পড় খেয়ে রীতিমত লজ্জায় মাথা কাটা গিয়েছে ওই ব্যক্তির। পাশাপাশি রেগেও গিয়েছেন বীভৎস।
সেখান থেকে মুখ লুকিয়ে চলে যাবার আগে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে থাপ্পড় মেরে দেন ব্যাক্তি। এরপর সেখান থেকে চলে যান। যদিও ভিডিওটি বেশ পুরোনো তবে বিয়ের বাড়ির এমন এক কাণ্ডের ভিডিও ক্যামেরাবন্দি থাকায় সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই আবারো হাজারো মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।