সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আজকাল অনেক কিছুই দেখা যায়। মজার কান্ড কারখানা থেকে মন ভালো করার ভিডিও সবই চলে আসে চোখের সামনে। আর শীতকালে বিয়ের মরশুমে একাধিক বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। এই সমস্ত ভিডিওতে কখনো প্রথা ভাঙার গল্প তো কখনো উদ্যম নাচ দেখা যায়। তো কখনো বিয়ের মণ্ডপের নানা মজার কান্ড ভাইরাল হয়ে পরে।
কিছুদিন আগেই বিয়ে বাড়িতে এক বৌদির নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। ভিডিওতে স্বাস্থ্যবান হলেও বৌদি যেভাবে নাচ দেখিয়েছেন তা ইয়াং ছেলেমেয়েদেরকেও লজ্জায় ফেলে দিতে পারে। মাটিতে শুয়ে, লাফ মেরে বৌদির নাচের কায়দা রপ্ত করতে ঘাম ছুটতে পারে যে কারোরই। সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়েছে।
সম্প্রতি আবারও এক বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। তবে এই ভিডিওটি একটু অন্যরকমের। মেয়ে বাড়িতেই হয় বিয়ের অনুষ্ঠান। পাত্র বর সেজে ব্যান্ড বাজা আর বরযাত্রী নিয়ে আসে বিয়ে করতে। বিয়ের দিন নিজের প্রিয় মানুষকে ঘরে চড়ে আসতে লুকিয়ে হলেও দেখতে চায় কনেরা। এক্ষেত্রেও তাই হয়েছে, জানলা দিয়ে হবু বরকে দেখেছে কনে।
View this post on Instagram
তবে এখানেই শেষ নয়, বরকে ঘোড়ায় চড়ে আসতে দেখে নিজেও গানের তালে নাচতে শুরু করেছে কনে নিজেও। এই মিষ্টি মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখতে দেখতে ভাইরাল হয়ে পড়েছে। আসলে নিজের বরকে দেখে এমন নাচতে ইচ্ছা সকলেরই থাকে মনে মনে।
তাই এমন ঘটনা দেখতে পেয়ে অনেকেই নিজের বিয়ের কথাও ভেবে ফেলেছেন। ভিডিওটি শেয়ার হবার পর থেকে নেটিজেনদের নজর কেড়েছে। আর সেই কারণেই ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি লোকে দেখে ফেলেছে ভিডিওটি।