• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেনারসীতে মোহময়ী বাঙালি বধূ, চীন থেকে জাপান রইল পৃথিবীর ১০ দেশের সুন্দরী বিয়ের কনের ছবি

Published on:

10 country bridal looks

বিয়ে (Wedding) যে কোনও মানুষের জীবনের একটি অত্যন্ত বিশেষ দিন, একথা মেনে নিতে কোনও নেই। পুরনো জীবনকে একপ্রকার বিদায় জানিয়ে এই দিনে এক নতুন জীবনে প্রবেশ করে প্রত্যেকে। বিশেষত মেয়েদের জন্য এই দিনটি খুবই বিশেষ হয়, কারণ এই দিনেই বাপের বাড়ি ছেড়ে চিরকালের মতো শ্বশুরবাড়িতে যান তাঁরা। তাই প্রত্যেক মেয়েই চায় বিয়ের এই বিশেষ দিনে নিজের সাজে একটু অভিনবত্ব আনতে। একঘেয়ে নয়, বরং নিজের ‘ব্রাইডাল লুক’কে (Bridal look) একটু ভিন্ন দেখাতে চায় প্রত্যেক মেয়েই। তাই আজ, বঙ্গ ট্রেন্ডের এই প্রতিবেদনে বিশ্বের ১০টি ভিন্ন দেশের কনেরা বিয়ের দিন কেমন করে সাজেন তা দেখানো হল।

ভারতীয় কনে (Indian bridal look)

Indian bride

শাড়ি হোক বা লেহেঙ্গা- বিয়ের এই বিশেষ দিনে ভারতীয় কনেরা সাধারণত লাল রঙটাই বেছে নিতে পছন্দ করেন। যদিও এখন হালকা রঙের পোশাক পরেও অনেক কনেকে বিয়ে করতে দেখা যাচ্ছে। তবে পোশাকের রঙ যাই হোক না কেন, তার সঙ্গে মানানসই গয়না পরা কিন্তু ভারতীয় কনেদের ক্ষেত্রে একেবারে ‘মাস্ট’।

কাজাকিস্তানের কনে (Kazakhstan bridal look)

kazakhstan bridal look

কাজাকিস্তানের কনেরা বিয়ের দিন নিজের পোশাকে নিজ দেশের সংস্কৃতির একটি ছোঁয়া রাখেন। বিয়ের দিন  যে রঙের পোশাকই তাঁরা পরুন না কেন, প্রত্যেকে মুকুট দিয়ে নিজের মাথা ঢাকা রাখেন।

তিব্বতি কনে (Tibetan Bridal look)

Tibetan bridal look

তিব্বতি কনেরাও নিজের বিয়ের পোশাকে নিজ দেশের সংস্কৃতির ছোঁয়া রাখেন। বিয়ের এই বিশেষ দিনে তাঁরা খুব বেশি জাঁকজমক করে না সাজলেও, নিজেদের সাজপোশাকের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন।

রাশিয়ান কনে (Russian bridal look)

Russian bride

রাশিয়ান কনেরা বিয়ের দিন সাধারণত একটি সুন্দর গাউন বেছে নেন। সেই সঙ্গে অনেকে মাথায় ছোট কিংবা বড় আকারের মুকুটও পরেন।

চিনের কনে (Chinese bridal look)

Chinese bridal look

চিনে প্রায় প্রত্যেক কনেই বিয়ের দিন সেখানকার ট্র্যাডিশনাল পোশাক ‘কিপাও’ পরেন। পোশাকটি দেখতে অনেকটা গাউনের মতো। সেই সঙ্গে অনেকে মাথায় মুকুট পরে নিজের সম্পূর্ণ করেন।

ইন্দোনেশিয়ান কনে (Indonesian bridal look)

Indonesian bride and groom

ইন্দোনেশিয়ায় সাধারণত বর এবং কনে একই রঙের একই দেখতে কিন্তু ভিন্ন নকশার পোশাক পরেন। সেই সঙ্গে দু’জনের মাথা হয় কাপড়, নাহলে মুকুট দিয়ে ঢাকা থাকে।

জাপানের কনে (Japanese bridal look)

Japanese bride

জাপানের বেশিরভাগ কনেরা নিজেদের বিয়ের দিন সেখানকার ট্র্যাডিশনাল পোশাক ‘শিরোমোকু’ পরেন। সেই পোশাকে থাকে জাপানের নিজস্বতার ছোঁয়া।

সাউথ আফ্রিকার কনে (South African bridal look)

South African bride

সাউথ আফ্রিকায় বিয়ের দিন যেমন অনেক কনে সেখানকার ট্র্যাডিশনাল পোশাক পরেন, তেমনই আবার অনেকে গাউনও পরে থাকেন। নিজের বিশেষ দিনে যার যে পোশাক পছন্দ সে সেই ধরণের পোশাক পরে থাকেন।

জার্মানির কনে (German bridal look)

German bride

জার্মানিতে বিয়ের দিন কনেরা সেখানকার ট্র্যাডিশনাল পোশাক এবং গাউন- দুইই পরেন। সেখানকার ট্র্যাডিশনাল পোশাকে সেদেশের সংস্কৃতির ছোঁয়া থাকে।

কেনিয়ার কনে (Kenyan bridal look)

Kenyan bride

বিয়ের দিন কেনিয়ার বেশিরভাগ কনে নিজের নিজের সংস্কৃতির ছোঁয়া রাখা পোশাক পরেন। তবে অনেকে আবার এখন গাউনও বেছে নেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥