• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই না হলে ফুচকাপ্রেমী! শেষমেশ ফুচকা দিয়েই তৈরী বিয়ের পাত্রীর মুকুট, নিমেষে ভাইরাল ভিডিও

আমাদের চারিপাশে হাজারো ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। একসময় চারিপাশের ঘটনা ও পৃথিবীর অন্যপ্রান্তে ঘটনা জানতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন আর ইন্টারনেট সেই চিত্রটাই বদলে দিয়েছে। এখন মুহূর্তের মধ্যেই কোনো এক ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাল ভিডিওর (viral video) আজ সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি।

ভাইরাল এই ভিডিওগুলিতে আজব সমস্ত ঘটনার যেন ছড়াছড়ি লেগে রয়েছে। ভাইরাল এই সমস্ত ভিডিওগুলিতে কতকিছুই না থাকে দেখবার মত। কখনো অদ্ভুত প্রতিভার দেখা মেলে তো কখনো আবার এমন কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারা যেত না। আবার কিছু এমন কান্ডকারখানা চোখে পড়ে যা দেখে হাসতে হাসতে পেটে টান পড়ে যায়।

   

ফুচকা দিয়ে তৈরী বিয়ের কনের মুকুট Bridal Crown Made of Fuchka

সম্প্রতি একটি ভিডিও নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও দেখে কেউ হেসেছেন তো কেউ আবার চোখ বড় বড় করেছেন। অনেকের মনে তো প্রশ্ন জেগেছে এও কি সম্ভব? আসলে ভিডিওতে দেখা যাচ্ছে ফুচকা দিয়েই তৈরী হয়েছে বিয়ের কণের মুকুট। আর সেটা পরিয়ে দেওয়া হচ্ছে তার মাথায়।

আসলে ভিডিওটি একটি মেকআপ আর্টিস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। অভিনব এই বিয়ের সাজের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার সুন্দরী কণে অক্ষয়া যার অভিষেকের সাথে বিয়ে হতে হকলেছে। মেকআপটি সকাল তিনটের সময় করা হলেও দুপুর তিনটের সময় দিব্যি রয়েছে’। তবে সত্যি বলতে, মেকাপের থেকেও বেশি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে ফুচকা দিয়ে তৈরী মুকুট।

ফুচকা দিয়ে তৈরী এই  মুকুট আর মালার ভিডিও ইন্টারনেটে আসার পর হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি মানুষে দেখেছেন এই ভিডিওটি। ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ফুচকা দিয়ে সাজ দেখে হেসে গড়াগড়ি তো কারোর আবার দারুন লেগেছে গোটা ব্যাপারটা।