২০২০ অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে। সবে সবে সৌমিত্র হারা হয়েছে টলিউড। সেই দগদগে ব্যথা সেরে উঠতে না উঠতেই চলে গেলেন বাংলার বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।
মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক তাঁর। এরপর সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক সহ বাংলার তাবড়-তাবড় পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন তিনি। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেও নিয়মিত দেখা যাত তাকে।
বয়সজনিত কারণে এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অনেকদিনই শয্যাশায়ী ছিলেন অভিনেতা। রবিবার সকাল ৯.৩৫ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর মৃত্যুর খবরে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলা জুড়েই। ‘পাতালঘর’ ছবির একটি গানে অভিনেতা বলেছিলেন ‘তুমি কাশি যেতে পারো, যেতে পারো গয়া পাবেনা এমন দ্বিতীয় অপয়া’, কিন্তু এই ২০২০ এর অভিষাপ থেকে পার পেলো না ‘অপয়া’ও। ফের অবিভাবকহারা হল বাংলা সিনেমাজগত।