• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইতালিয়ান ডিশে বাঙালিয়ানার ছোঁয়া,বিকেলের টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন পাস্তার পায়েস!

ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে সকলেরই প্রিয় খাবার পাস্তা। ৮ থেকে ৮০ সকলেই এই পাস্তা খেতে খুব ভালোবাসে। আর ঝটপট বানিয়েও ফেলা যায় পাস্তা। পাস্তা স্বাস্থের পক্ষেও বেশ ভালো। মূলত ইতালিয়ান ডিশ হলেও বাঙালিরাও এই খাবার খেতে খুব ভালোবাসে। সকলেই চিকেন পাস্তা, হোয়াইট সস পাস্তা ছাড়াও পাস্তার নানান রেসিপি খেয়েছেন, কিন্তু কখনও কি খেয়েছেন পাস্তার পায়েস? খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপি। তাহলে দেরি না করে চটপট দেখে নিন কীভাবে বানাবেন পাস্তার পায়েস!

উপকরণ

   

পাস্তা – আধ কাপ স্বাদমতো চিনি দুধ – ১ লিটার ৭-৮টা আমন্ড ১ টেবিল চামচ কিশমিশ ঘি – ২ টেবিল চামচ ৭-৮টা কাজুবাদাম

পদ্ধতি-

১) সর্বপ্রথমে একটা পাত্রে জল ও পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন। পাস্তা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখুন। ২) প্যানে ঘি গরম করে ড্রাই ফ্রুটস কুচি দিয়ে হালকা ভেজে তুলে নিন। ৩) এবার ওই পাত্রেই পাস্তা দিয়ে একটু নেড়ে দুধ ঢেলে দিন। ৪) আঁচ মাঝারি রেখে ১০ মিনিট রান্না করে নিন। ৫) তারপর তাতে স্বাদমতো চিনি ও ড্রাই ফ্রুটস দিয়ে ভালভাবে মেশান। ৬) কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার পাস্তার পায়েস। ৭) এরপর ঠান্ডা হলে পরিবেশন করুন।