জীবনের কোনো না কোনো একটা সময় মানুষ ভগবানের স্মরণে আসেই। সেটা বিপদের সময় হোক বা জীবনের শেষ সময়। শহরের অভিজাত বাড়ি থেকে শুরু করে গ্রামেগঞ্জে আজও কেউ মারা গেলে হরিনাম সংকীর্তন হয়। এমনকি অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় নাম কীর্তনের জন্য নাম গানের দল ভাড়া করে নিয়ে আসেন। খোল করতাল বাজিয়ে নাচের তালেই চলে হরিনাম সংকীর্তন। কিন্তু সম্প্রতি কীর্তনের (Kirtan) আসরে দেখা মিলল অদ্ভুত নাচের!
সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কোনো কিছুই চাপা থাকে না, কোনো কিছু ঘটলেই সেটা নেটের মাধ্যমে ছড়িয়ে পরে হু হু করে। অনেক অবাক করা ঘটনা সামনে আসে এই ভাইরাল ভিডিওর (Viral Video) মধ্যে দিয়ে। এই তো কিছুদিন আগেই এক হরিনাম সংকীর্তনের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল। যেখানে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবির শ্রীভাল্লি গানের আদলে নাচতে দেখা গিয়েছিল কীর্তনীয়াদের।
এবার এমনই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে একদল মহিলারা কীর্তনের আসরে নাচছেন, তবে স্বাভাবিক নাচের থেকে একেবারেই হটকে এই নাচ। যেমনটা জানা যাচ্ছে পুরুলিয়ার একটি জনপ্রিয় গানের সুরেই এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হচ্ছে। যেখানে গানের তালে তাল মিলিয়ে তুমুল নাচে মেতে উঠেছেন মহিলারা। সেই নাচ ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের নজরে এসেছে কীর্তনের আসরে এই নাচ। যেখানে ভক্তিভরে ভগবানের আরাধনার জন্য আসেন ভক্তরা, সেখানে এমন নাচে একেবারেই বেমানান। নেটিজেনদের অনেকেই এমন নাচের তীব্র প্রতিবাদ করেছেন। ভাইরাল হওয়ার চক্করে এভাবে ধর্মীয় অনুষ্ঠানে বিকৃতি না ঘটানোই ভালো। এই ধরণের ঘটনা বড়ই দৃষ্টিকটু লাগে।
প্রসঙ্গত, এর আগেও পুষ্পা স্টাইলে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় একই ধরণের প্রতিক্রিয়া মিলেছিল। নেটিজেনদের কিছু লোক হাসি মজার ছলে উড়িয়ে দিলেও অনেকেই নিন্দা করেছিলেন এই ধরণের আচরণের। এই ধরণের নাচ ও ভিডিওগুলি ভাইরাল না করার পক্ষে রয়েছেন নেটিজেনরা।