আজকাল সত্যি কারের ভালোবাসা পাওয়া (Real Love) বড়ো কঠিন। তাই অনেকেই বলে থাকেন নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের প্রতি যত্ন নিন, কারণ আপনার কাছে আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ধরণের জ্ঞানমূলক কথা বার্তা সমস্ত ইন্সপিরেশনাল শোতে বা ভিডিওতে দেখে থাকবেন। কিন্তু আসল জীবনে কি সেটা আদৌ মেনে চলে কেউ? এমন কাউকে কি দেখতে পারবেন যে এই নীতিটি মেনে চলে। সত্যি বলতে শুনতে খারাপ লাগলেও নিজের প্রতি যত্নবান খুব কম লোককেই দেখতে পাওয়া যায়।
এবার নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি ভালোবাসার এক নতুন নিদর্শন স্থাপন করলেন এক ব্যক্তি। এই ব্যক্তি হলেন একজন ব্রাজিলিয়ান যিনি পেশায় ডাক্তার, নাম ডিয়োগো রাবেলো(Diago Rabelo)। এবার অনেকেই ভাবতে পারেন ডাক্তার বাবুই তো এই ধরণের কথা বলেন এতে অস্বাভাবিক কি আছে? তাহলে ব্যাপারটা শুনুন। ডাক্তারবাবু ভিতোর বুয়েনো (Vetore Buyeno) নামক এক মহিলাকে খুবই ভালোবাসতেন। দুজনের বিয়ে হবার কথা ছিল গত ১৬ই অক্টোবর, সমস্ত প্রস্তুতিও সেরে ফেলেছিলেন দুজনে। কিন্তু হটাৎই সম্পর্কে কিছু সমস্যা আসে, আর বিয়ে ক্যানসেল হয়ে যায়।
নিজের বিয়ের জন্য অনেক শখ করে সমুদ্রের ধরে স্পট বুক করেছিলেন ডিয়োগো, সাথে নিমন্ত্রণ করেছিলেন অনেক লোকজনকে। তাই এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন ডিয়োগো। বিয়ের কোন ছেড়ে চলে গেলেও বিয়ে বাতিল করেননি ডিয়োগো। বরং নিজেই নিজেকে বিয়ে করেছেন উক্ত দিনে অর্থাৎ ১৬ই অক্টোবরে। বিয়ের সমস্ত রীতিনীতি পূরণ হবার পর ডিয়োগো নিজেকে কথা দেন জিনকে খুব খুব ভালোবাসার। সাথে নিজের যত্ন নেবার। নিজের বিয়ের ফটোশুট করেন।হাতে ফুল নিয়ে সমুদ্রের ধরে ছবি তুলে সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
যেই না শেয়ার করা অমনি সোশ্যাল মিডিয়াতে অভিনব এই ভালোবাসার কাহিনী ভাইরাল হয়ে পড়ে। দেখতে চান এই ডিয়োগোর বিয়ের ছবি! তবে দেখে নিন নিজেকে বিয়ে করে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া ডিয়োগোকে।