এবছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক কোটি টাকা খরচ করে তৈরী করা ছবি ফ্লপ হচ্ছে। দর্শকেরা একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছেন সিনেমা হলের থেকে। বদলে নতুন সিনেমা রিলিজের আগেই নেটপাড়ায় উঠছে বয়কটের (Boycott bollywood) ডাক। তবে এসব কিছু সত্ত্বেও কিছু ছবির রিলিজ নিয়ে প্রতিদিনই আলোচনা ও শিরোনাম হচ্ছে। চলতি বছরে সব থেকে চর্চিত সিনেমার মধ্যে অন্যতম হল ‘ব্রহ্মাস্ত্র’ (Bramhastra)।
ছবিটিকে ঘিরে দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছিল শুরু থেকেই। ২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা করেন। ছবিতে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) এর জুটি বাঁধার খবর থেকেই শুরু হয়েছিল চর্চা। ২৪ মার্চ ২০১৮ বুলগেরিয়ায় ছবির প্রথম দিকের শুটিং ভালোভাবেই শেষ হয়। কিন্তু করোনা আসার কারণে অনেকটাই দেরি হয়ে যায়। অবশেষে চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয় শুটিং শেষ হয়।
আগামী ৯ সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে ব্রহ্মাস্ত্র ছবি। তবে তার আগেই বেশ কিছু চমকে দেওয়ার মত তথ্য প্রকাশ্যে এল। শুরুতে ৩০০ কোটির বেশি বলে জানা গিয়েছিল ছবির। তবে মুক্তির এক সপ্তাহ আগেই জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ এর বাজেট দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকা! তাও আবার প্রচারণার খরচ বাদে।
অর্থাৎ হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। কিন্তু কেন এত ব্যায়বহুল এই সিনেমা! এর উত্তর লুকিয়ে সিনেমার মধ্যেই। ছবির প্রতিটি দৃশ্যই দেখার পর দর্শকদের এমন অভিজ্ঞতা হবে যা আগে কখনো হয়নি দাবি নির্মাতাদের। নিশ্চিতভাবেই ছবির ভিজ্যুয়াল দর্শকদের মুগ্ধ করবে। এছাড়াও জানা গিয়েছে ছবির জন্য রণবীর কাপুর প্রায় ২৫-৩০ কোটি টাকা নিচ্ছে, ও আলিয়া ভাট ১০-১২ কোটি টাকা চার্জ করছেন।
জানা যায় `ব্রহ্মাস্ত্র’ ছবির হাত ধরেই প্রেমের সূত্রপাত ঘটে রণবীর আলিয়ার। বর্তমানে তাঁরা বিবাহিত দম্পতি। মা হতে চলেছেন আলিয়া। `ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জী প্রথম আলিয়া ও রণবীরের প্রেম কাহিনী সামনে নিয়ে আসেন। ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রায়। জানা গেছে ব্রহ্মাস্ত্র ছবির দ্বিতীয় পর্বে আরও বড় তারকাদের দেখা যাবে। থাকবে আরও বড় চমক।