• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০০ কোটির ছবির ২৫০ কোটি খরচ কাস্টিংয়েই! Brahmastra’র জন্য কত পেলেন রণবীর, আলিয়ারা? রইল তালিকা

Published on:

Bramhastra movie Alia Bhatt Ranbir Kapoor Shahrukh Khan cast fee list

প্রায় এক দশক ধরে চলেছে ছবি তৈরির কাজ। অবশেষে গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো শিল্পীরা। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ডিম্পল কাপাডিয়া, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

প্রায় ৫০০ কোটির বাজেটে নির্মিত এই সিনেমা ইতিমধ্যেই প্রায় ২৫০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে। তবে এই ছবিতে অভিনয় করে রণবীর, আলিয়া-সহ কলাকুশলীরা কত করে পারিশ্রমিক (Bramhastra Movie Casting Fees) পেলেন? আজকের প্রতিবেদনে সেই খবরই দেওয়া হল।

রণবীর কাপুর (Ranbir Kapoor)- ‘ব্রহ্মাস্ত্র’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা রণবীর কাপুর। শিবার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিগ বাজেট এই ছবিতে অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিকও পেয়েছেন ঋষি পুত্র। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর।

Brahmastra

আলিয়া ভাট (Alia Bhatt)- রণবীর অভিনীত শিবা চরিত্রের নায়িকা ঈশার ভূমিকায় অভিনয় করেছেন তাঁর স্ত্রী আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’য় প্রশংসিত হয়েছেন আলিয়ার অভিনয়। শোনা গিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র জন্য ২০ কোটি টাকা নেওয়ার পর এই ছবির জন্য ১০ থেকে ১২ কোটি টাকা আয় করেছেন বলি সুন্দরী।

Alia Bhatt in Brahmastra

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের অন্দরের খবর, এখন প্রত্যেক ছবির জন্য ১০ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন অমিতাভ। তবে ‘ব্রহ্মাস্ত্র’র জন্য এত টাকা নেননি তিনি। শোনা গিয়েছে, অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির জন্য ৮ কোটি টাকা নিয়েছেন ‘বিগ বি’।

Amitabh Bachchan in Brahmastra

নাগার্জুন (Nagarjuna)- ‘ব্রহ্মাস্ত্র’য় অভিনয় করেছেন সাউথের নামী সুপারস্টার নাগার্জুনও। তাঁর অভিনীত চরিত্রটির নাম অনীশ। শোনা গিয়েছে, বিগ বাজেট এই সিনেমায় অভিনয়ের জন্য ৯ থেকে ১১ কোটি টাকা নিয়েছেন তেলেগু সুপারস্টার।

Nagarjuna in Brahmastra

মৌনী রায় (Mouni Roy)- ‘ব্রহ্মাস্ত্র’র ভিলেন জুনুনের ভূমিকায় অভিনয় করেছেন টেলিভিশনের ‘নাগিন’ মৌনী রায়। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। সংবাদসংস্থা মারফৎ পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বঙ্গ তনয়া মৌনী এই ছবির জন্য ৩ কোটি টাকা নিয়েছেন।

Mouni Roy in Brahmastra

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)- বলিউডের এক সময়ের নামী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’য় অভিনয় করে ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ডিম্পল।

Dimple Kapadia

শাহরুখ খান (Shah Rukh Khan)- অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। দর্শকদের তাঁর অভিনয় এতটাই পছন্দ হয়েছে যে, অনেকে তাঁর চরিত্রের ওপর ছবিটির স্পিন-অফেরও দাবি জানিয়েছেন।

Shah Rukh Khan in Brahmastra

তবে ‘কিং খান’ ‘ব্রহ্মাস্ত্র’য় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥