• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯৯% লোকেই পারে না! ছবি দেখে মেয়েটির নাম বলতে পারলে আপনি জিনিয়াস

আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই নানান রকমের মজার মজার ধাঁধা (Brain Teaser) দেখতে পাওয়া যায়। এমন অনেক মানুষ আছেন যারা এগুলি নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত এমন ধাঁধা সমাধান করলে বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পায়। সেই সঙ্গেই যাচাই করে নেওয়া যায় নিজের আইকিউ লেভেলও। চ্যালেঞ্জ যাই হোক না কেন, এই ধাঁধা সমাধানের যে একাধিক গুণাগুণ আছে তা সত্যিই অস্বীকার করার কোনও উপায় নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Brain teaser, Brain teaser guess the girl name using the emojis

আজ আমরা যে ধাঁধাটি নিয়ে এসেছি সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে একটি মেয়েকে (Girl) হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পাশে রয়েছে দু’টি চাঁদের ইমোজি (Emoji)। এর মধ্যে একটি চাঁদ হল পূর্ণিমার এবং অপরটি অমাবস্যার। এবার এই দুই ইমোজি জুড়ে বলুন তো মেয়েটির নাম (Name) কী হবে?

আরও পড়ুনঃ আসল বুদ্ধির খেলা! ১০ সেকেন্ডে তিনজনের মধ্যে নকল ডাক্তার খুঁজতে পারলে আপনি জিনিয়াস

ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য ঠিক ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে মাত্র ধাঁধা সমাধান করতে পেরেছেন মাত্র ১% মানুষ, বাকি ৯৯% মানুষ শেষ পর্যন্ত হার স্বীকার করেছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ১০ সেকেন্ডে মেয়েটির নাম বলতে পারেন কিনা?

আরও পড়ুনঃ প্রকৃত ভক্ত হলে তবেই পাবেন! পারলে ১৭ সেকেন্ডে শ্রীকৃষ্ণের ছবিতে লুকনো ১০টি বাঁশি খুঁজে দেখান

Brain teaser can you tell the name of the girl in this picture using the emojis

আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে মেয়েটির নাম কী তা বুঝে গিয়ে থাকেন তাহলে মেনে নিতেই হবে আপনি একজন জিনিয়াস। কিন্তু যদি না বুঝতে পারেন তাহলেও মন খারাপ করবেন না। কারণ আমরা বলে দিচ্ছি মেয়েটির নাম কী।

মেয়েটির পাশে দেখুন দু’টি চাঁদের ইমোজি রয়েছে। পূর্ণিমা হোক বা অমাবস্যা, চাঁদের অর্থ কিন্তু একই থাকে। আর চাঁদের ইংরেজি প্রতিশব্দ হল ‘মুন’ (Moon)। ছবিতে যেহেতু দু’টি চাঁদের ইমোজি রয়েছে, তাই মেয়েটির নাম হল ‘মুনমুন’।