সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়শয়ই নানান রকম ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। এর মধ্যে কোনোটিতে সঠিক উত্তর দিতে হয়, কোনোটিতে আবার দু’টি ছবির মধ্যেকার পার্থক্য খুঁজে দেখাতে হয়। সহজে বলতে গেলে, একঘেয়েমি দূর করার অত্যন্ত ভালো একটি উপায় হল এগুলি। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।
এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত ব্রেন টিজার সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। ব্রেন টিজার সমাধান করা তাঁদের কাছে একটি অভ্যাসের মতো। আজ যে ব্রেন টিজারটি নিয়ে আসা হয়েছে, সেখানে পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এক ঝলক দেখলে দু’টি ছবিকে এক মনে হলেও, এর মধ্যে রয়েছে ৫টি পার্থক্য (Difference)।
সম্প্রতি নেটপাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই ব্রেন টিজার। ভাইরাল (Viral) এই ধাঁধায়, দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে, সাদা-কালো রঙের একটি পাখি (Bird) উড়ছে। পিছনে রয়েছে বেশ কয়েকটি গাছ (Tree)। প্রায় ৯০% এক দেখতে এই ছবি দু’টির মধ্যে রয়েছে ৫টি তফাৎ। ৯ সেকেন্ডের মধ্যে সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
দাবি করা হয়েছে, অধিকাংশ মানুষ এই ব্রেন টিজার সমাধান করতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন। হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে ব্যর্থ হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ৯ সেকেন্ডের মধ্যে ৫টি পার্থক্য খুঁজে পান কিনা।
আপনি যদি ঠিক ৯ সেকেন্ডের মধ্যে দু’টি ছবির মধ্যেকার ৫টি তফাৎ খুঁজে পেয়ে যান তাহলে সত্যিই মানতে হবে আপনার দৃষ্টি একেবারে বাজপাখির মতো প্রখর। কিন্তু না পেলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য সেগুলিকে হাইলাইট করে দিচ্ছি। পাখির চোখ, লেজ, পা এবং গাছগুলিকে একটু খুটিয়ে দেখলেই আপনি ৫টি পার্থক্য পেয়ে যাবেন।