• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমির-অক্ষয় ফেল হলেও সুপারহিট Brahmastra! সত্যিই কি দারুন কাহিনী, নাকি অন্য কেস? ফাঁস হল সিক্রেট

Updated on:

Brahmastra’s box office madness is reportedly caused postponement of National Cinema Day

গত ২ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Multiplex Association of India) কর্তৃক ঘোষণা করা হয়েছিল, আগামী ১৬ সেপ্টেম্বর ‘জাতীয় সিনেমা দিবস’ হিসেবে উদযাপন করা হবে। সারা দেশের বহু মাল্টিপ্লেক্সে সেদিন মাত্র ৭৫ টাকার বিনিময়ে সিনেমা দেখা যাবে। দর্শকদের অনেকেই সেই অপেক্ষাতেই দিন গুনছিলেন। ‘ব্রহ্মাস্ত্র’সহ (Brahmastra) বেশ কিছু সিনেমা মাত্র ৭৫ টাকায় দেখবেন বলে অপেক্ষা করছিলেন দর্শকদের একাংশ। তবে আপাতত তাঁদের সেই পরিকল্পনায় জল পড়েছে।

হ্যাঁ, ঠিকই দেখছেন। পিছিয়ে গিয়েছে জাতীয় সিনেমা দিবস। আগামী ১৬ সেপ্টেম্বর টিকিটের যথার্থ মূল্য দিয়েই সিনেমা দেখতে হবে। মিলবে না কোনও বিশেষ ছাড়। কারণটা কী জানেন? শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’র জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে জাতীয় সিনেমা দিবস।

Brahmastra

সাধারণত যে কোনও সিনেমার টিকিটের মূল্য ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে হয়। তবে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফি ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, ১৬ সেপ্টেম্বর মাত্র ৭৫ টাকায় মিলবে সেই টিকিট। দর্শকদের ফের হলমুখী করে তুলতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। তবে এসবের মাঝেই অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ঝড় তোলায় আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সেই পরিকল্পনা।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশনে যাতে কোনও আঁচ না আসে সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে জাতীয় সিনেমা দিবস। সংশ্লিষ্ট প্রতিবেদনে একজন সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জাতীয় সিনেমা দিবস এক সপ্তাহের জন্য পিছনোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবারের জায়গায় আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার উদযাপিত হবে এই বিশেষ দিন’।

Ranbir Alia in Brahmastra

এই সিদ্ধান্তের পিছনের কারণও জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের সংযোজন, ‘এই মুহূর্তে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত সিনেমা রাজত্ব করছে। সোমবারেও এই সিনেমা ভালো ব্যবসা করেছে। যেখান থেকে প্রমাণ হয় দ্বিতীয় সপ্তাহান্তেও এই সিনেমা ভালো ব্যবসা করবে। ডিজনি, যে এই সিনেমা রিলিজ করেছে, তারা সেই কারণে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের কাছে সেলিব্রেশন এক সপ্তাহ পিছনোর আর্জি জানিয়েছে’।

রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ তৈরির পিছনে খরব হয়েছে প্রায় ৪১০ কোটি টাকা। যদিও বিভিন্ন অনেকে দাবি করেছেন এই ছবির আসল বাজেট প্রায় ৬০০ কোটির কাছাকাছি। তাই এমন ছবি অনেকটা বেশি পরিমাণ টাকা আয় করতে পারলেই ‘হিট’ তকমা পায়। সেই জন্য এখন যদি সিনেমার টিকিট মাত্র ৭৫ টাকায় বিক্রি হয়, তাহলে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে করণ জোহর প্রযোজিত ছবির ব্যবসা। আর ঠিক সেই কারণেই জাতীয় সিনেমা দিবস এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। অন্তত সূত্র মারফৎ জানা যাচ্ছে তেমনটাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥