• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ কোটির পুরোটাই ঢপ! Brahmastra দেখতেই যাচ্ছে না কেউ! করণ জোহরকে একহাত নিলেন কঙ্গনা রানাউত

Published on:

Bramhastra 200 Crore Box office Collection Fake Kangana Ranaut Slams Karan Johar

‘ব্রহ্মাস্ত্র’কে (Bramhastra) একহাত নেওয়ার কোনও সুযোগই ছাড়ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ছবির সাফল্য থেকে শুরু করে বক্স অফিস কালেকশন সব বিষয় নিয়েই সরব হয়েছেন অভিনেত্রী। তবে এবার ছবি নিয়ে কঙ্গনা সোজা আঙুল তুলেছেন ছবির প্রযোজক করণ জোহরের (Karan Johar) দিকে।

দিন কয়েক আগেই কঙ্গনা বলেছিলেন অয়ন মুখার্জি নাকি ‘ব্রহ্মাস্ত্র’ তৈরির নামে ৬০০ কোটি টাকা ধ্বংস করেছেন। সঙ্গে এও দাবি করেছিলেন, করণ নাকি ইচ্ছা করে কেআরকে’কে জেলে পাঠিয়েছেন। তবে এবার ‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশন নিয়েই প্রশ্ন তুলেছেন বলিউডের ‘ক্যুইন’।

Kangana Ranaut speaking

সম্প্রতি কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একথা লিখেছেন। অভিনেত্রীর দাবি, ‘ব্রহ্মাস্ত্র’র ৬০-৭০% বক্স অফিস কালেকশনই নাকি মিথ্যে। অভিনেত্রী লিখেছেন, ‘শুক্রবারে মুক্তি পেয়েছে এবং রবিবারের মধ্যেই এই সিনেমা বড় হিট হয়ে গেল এবং অনেক লাভও করে ফেলল। ২৫০ কোটি (মিথ্যে হিসেব) ৬৫০ কোটি (যা বলা হয়েছিল ৪১০ কোটি) বাজেটের (ভিএফএক্স নিয়ে)। শুধুমাত্র সহ-প্রযোজককে ফোকাস করা হচ্ছে মানে একেবারেই এটা নয় ভিএফএক্সের কোনও খরচ নেই। করণ জোহর গণিতজ্ঞের অঙ্ক আমিও শিখতে চাই’।

Brahmastra

এখানেই থামেননি কঙ্গনা। এরপর ফের একটি স্টোরি শেয়ার করে সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমি করণ জোহরের সাক্ষাৎকার নিতে চাই এবং জানতে চাই উনি কেন ছবির মোট কালেকশন ঘোষণা করছেন এবং নেট কালেকশন করছেন না। এত বাড়াবাড়ি কেন? ৬০ কোটি টাকা আয় করেছে (নেট কালেকশন যেটা ওনারা ঘোষণা করেছেন। আমি এই হিসেব বিশ্বাস করি না। তবে ওনাদের মতে, ভারতে ২দিনের নেট কালেকশন হল ৬০ কোটি টাকা)। যদি সত্যি ধরেও নিই, তাহলে ৬৫০ কোটির সিনেমা কীভাবে এত তাড়াতাড়ি হিট হয়ে যায়?’

Kangana's tweet on Brahmastra

এরপরই সোজাসুজি করণকে ‘মুভি মাফিয়া’ হিসেবে সম্বোধন করে বলি অভিনেত্রী। কঙ্গনা তাঁর পরের স্টোরিতে লেখেন, ‘করণ জোহর জি প্লিজ আমাদের শেখান। কারণ আমার মনে হচ্ছে, মুভি মাফিয়াদের এবং আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভিন্ন নিয়ম আছে। সেই কারণে, বড়লোক মানুষদের জন্য আলাদা অঙ্ক এবং আমাদের মতো গরিবদের জন্য আলাদা। আমাদের প্লিজ এই বিষয়ে একটু জানান’।

Karan Johar sad

শুধু ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা এবং করণ জোহরকেই নয়, কঙ্গনা এরপর বক্স অফিস ইন্ডিয়াকেও একহাত নেন। তাঁর ‘মণিকর্ণিকা’ এবং ‘থালাইভি’ সিনেমা ভালো আয় করা সত্ত্বেও ফ্লপ এবং ‘ব্রহ্মাস্ত্র’কে এক দিনেই হিট ঘোষণা করার জন্য তাদের ধুয়ে দেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥