আর মাত্র ১ দিনের অপেক্ষা। রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। বলিউডের এই দুর্দশার সময়ে বিগ বাজেট এই ছবি বক্স অফিসে কেমন পারফর্ম করবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন নির্মাতারা। তবে এবার ছবি রিলিজের আগেই ছবিটি যেমন পারফর্ম করছে তা দেখে নিঃসন্দেহে সেই চিন্তা কিছুটা কমবে।
আগেই জানা গিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ব্রহ্মাস্ত্র’ ট্রেন্ড উঠলেও, ছবিটির অগ্রিম বুকিং শুরু হতেই দর্শকরা টিকিট কেনার জন্য একেবারে লাফিয়ে পড়েছিলেন। যতদিন যাচ্ছে ছবির কামাইও বৃদ্ধি পাচ্ছে। এখন জানা গিয়েছে, রিলিজের আগেই টিকিট বিক্রির নিরিখে বক্স অফিসে রেকর্ড তৈরি করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’।
অগ্রিম বুকিংয়ের এখনও কিছুটা সময় বাকি থাকলেও IMAX প্রপার্টিতে এখনও পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’র প্রায় ৬৫-৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এবার আশা করা হচ্ছে, রিলিজের দিনই অন্তত ৮০ শতাংশ টিকিট বিক্রি করে বলিউডের ইতিহাসের একটি বড় রেকর্ড তৈরি করতে চলেছে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত সিনেমা।
বিশেষজ্ঞরা আশা করছেন, শুধুমাত্র ভারতে IMAX থেকে ১ কোটি টাকা আয় করা প্রথম ছবি হতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। শুধু তাই নয়, রিলিজের আগেই অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা এই টাকা ঘরে তুলে ফেলবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে IMAX’এ ‘ব্রহ্মাস্ত্র’র ২০০০০ টিকিট বিক্রি হয়েছে। সেটি মোট টিকিটের প্রায় ৭০ শতাংশ। এই টিকিট বিক্রি করে IMAX ভার্সন প্রায় ৮২ লাখ টাকা ঘরে তুলেছে। এবার যদি ‘রণলিয়া’র সিনেমার আর ১০ শতাংশ টিকিটও বিক্রি হয়, তাহলে ১.০৫ কোটি টাকা আয় করে ফেলবে এই ছবি। সেই সঙ্গেই পিছনে ফেলে দেবে ‘পদ্মাবত’, ‘থাগস অফ হিন্দোস্তান’এর মতো ছবিকে।
‘ব্রহ্মাস্ত্র’র নিরিখে বলা হলে, গত ৮ বছর ধরে এই ছবি তৈরির কাজ চলছে। পরিচালক অয়ন মুখার্জির স্বপ্নের প্রোজেক্ট এটি। এই ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়, শাহরুখ খানের মতো তারকারা। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।