• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই ভরাডুবির আশঙ্কা! জন্মদিনে শাহরুখের ‘পাঠান’র টিজার দেখেই বয়কটের ডাক নেটপাড়ায়

Published on:

Boycott trend is going on regarding Shah Rukh Khan’s Pathaan teaser

প্রায় ৪ বছরের দীর্ঘ বিরতির পর বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২ নভেম্বর বলিউড সুপারস্টারের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘পাঠান’এর (Pathaan) টিজার। তবে টিজার প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় ফের উঠেছে ছবি বয়কটের ডাক (Boycott trend)।

গত কয়েক মাস ধরেই বলিউডের বিভিন্ন ছবি রিলিজের আগেই সেগুলির বয়কটের ডাক উঠছে নেটপাড়ায়। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’র সঙ্গেও একই জিনিস হয়েছিল। এবার ফের ‘পাঠান’এর টিজার প্রকাশ্যে আসার পর মাথাচাড়া দিয়ে উঠেছে এই বয়কট ট্রেন্ড।

Pathaan movie

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার টিজার প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ায় শাহরুখের পুরনো কিছু সাক্ষাৎকারের ক্লিপিংস এবং দীপিকার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আর সেগুলি দেখেই বয়কটের ডাক তুলেছেন নেটিজেনদের একাংশ। শাহরুখের ভাইরাল হওয়া ভিডিও যেখানে তিনি নাকি ‘দেশের মধ্যে বাড়তে থাকা অসহিষ্ণুতা’ নিয়ে কথা বলেছিলেন সেটি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অপরদিকে দীপিকার ক্ষেত্রে বলা হলে, অ্যান্টি-সিএএ বিরোধের সমিয় যখন জেএনইউ’র ছাত্রছাত্রীদের ওপর হামলা করা হয়েছিল, তখন সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। এবার সেই কারণেই অভিনেত্রীর ছবি বয়কটের ডাক উঠেছে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই টুইটারে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডে ৪৫,০০০’এরও বেশি টুইট করা হয়ে গিয়েছে।

Pathaan teaser

একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘বয়কট পাঠান এবং হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো আরও সিনেমাগুলিকে বয়কটের জন্য একেবারে তৈরি। বিদেশি এবং সাম্রাজ্যবাদকে উজ্জ্বল করে আর দেখানো যাবে না’।

আর একজন আবার আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেওয়া নিয়ে শাহরুখের বক্তব্য নিয়ে তাঁকে বিঁধে লিখেছেন, ‘২৬/১১ হামলায় ১৭০+ ভারতীয়ের মৃত্যুর পরেও পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলাতে চায় এমন মানুষের সিনেমা দেখবেন? এটা আতঙ্কবাদকে সমর্থন করা নয়? উনি পাকিস্তানিদের ভয় পান না, তবে ভারতীয় হিন্দুদের ভয় পেয়ে ভারতকে অসহিষ্ণু বলেন। এবার ওনাকে দেখানো যাক ‘অসহিষ্ণুতা’ কাকে বলে’। সব মিলিয়ে ‘পাঠান’ রিলিজের আগেই চলতে থাকা বয়কট ট্রেন্ডে একেবারে উত্তাল সোশ্যাল মিডিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥