বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ রক্ষা ছাড়াও অনেক কাজেই সোশ্যাল মিডিয়া ব্যবহার হয়। ভালো কাজ বা প্রতিভা যেমন প্রশংসিত হয়ে ভাইরাল হয়ে পরে তেমনি নেটিজেনদের প্রতিবাদও হামেশাই চোখে পড়ে নেট মাধ্যমে। সম্প্রতি সুইগি ডেলিভারি বয়দের নিয়ে অপমানজনক মন্তব্য করার জেরে বিতর্কে জড়িয়েছেন রান্নাঘরের (Rannaghor) সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee)।
অনলাইনে খাবার করার পর ডেলিভারি বয়দের (Swiggy Delivery Boy) নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি লিখেছিলেন, আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারে না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’
নিজের মন্তব্যের জেরে সমালোচনার শুরু হতেই পোস্ট মুছে দেন তিনি। কিন্তু ততক্ষণে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র। অভিনেত্রীকে অহংকারী, অভদ্র বলে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের অনেকেই। এমনকি টলিউডের তারকাদের থেকেও খোঁচা খেতে হয়েছে তাকে। শ্রীলেখা মিত্র থেকে অরিত্র দত্ত বণিক অভিনেত্রীর অহংকারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
অবশ্য ছেড়ে কথা বলেননি অভিনেত্রীও, অরিত্র থেকে শ্রীলেখা দুজনের বিরুদ্ধেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। অভিনেত্রী বলেন ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে অরিত্রর বাবা মা ভেতরে অরিত্র আছে বলতেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে একহাত নিয়েছেন অরিত্র। অন্যদিকে শ্রীলেখার বিরুদ্ধে তাঁর স্বামীর প্রতি দৃষ্টি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুনঃ প্রচণ্ড অহংকার! বাবা-মা তুলে কথা বলায় এবার প্রকাশ্যে সুদীপাকে ধুয়ে দিলেন অরিত্র, রইল ভিডিও
বিতর্কের শুরু বেশ কয়েকদিন হয়ে গেলেও নেটপাড়ায় তীব্র বিতর্ক চলছেই। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। আর এবার বিতর্কের জেরে প্রভাব পড়তে চলেছে জি বাংলার জনপ্রিয় রান্নাঘর শোয়ের ওপর। নেটিজেনদের অনেকেই চ্যানেলের অফিসিয়াল পেজের কমেন্ট বক্সে সুদীপাকে বয়কটের দাবি জানিয়েছেন।
রান্নাঘর সঞ্চালিকাকে বয়কটের দাবি জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘মানুষকে সন্মান করতে পারে না। তার আবার টিভি শো! অহংকারী মহিলা। এমন একাধিক মন্তব্য চোখে পরে কমেন্ট বক্স ঘাঁটলেই। সাথে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ‘বয়কট সুদীপা’ ও ‘বয়কট রান্নাঘর’।