• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিন্দুকদের মুখে ঝামা! বক্স অফিস কাঁপিয়ে OTTতে এত হাজার কোটিতে বিকোলো শাহরুখের ‘পাঠান’

Updated on:

Boycott Failed Pathaan gets sold for 1000 crore in Amazon Prime Videoes

শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘পাঠান’এর (Pathaan) বিজয়রথ ছুটেই চলেছে। রিলিজের প্রায় দু’সপ্তাহ পরেও দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজ দেখার মতো। যত সময় যাচ্ছে, ততই যেন সেই ক্রেজ বাড়ছে। ইতিমধ্যেই প্রায় ৯০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। শুধুমাত্র ভারতেই প্রায় ৫০০ কোটির কাছাকাছি আয় করেছে ‘কিং খান’এর ছবি। এবার এই সিনেমার ডিজিটাল স্বত্বও (Digital Rights) বিক্রি হল আকাশছোঁয়া দামে। সেই অঙ্কটা শুনলে বনবন করে ঘুরবে আপনার মাথা!

গত বছরটা বলিউডের জন্য একেবারেই ভালো যায়নি। বয়কট ট্রেন্ড এবং দক্ষিণী ছবির দাপটে একেবারে ল্যাজেগোবরে দশা হয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। কিন্তু নতুন বছরে ‘পাঠান’এর হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে বলিউড। রিলিজের পর থেকেই ছবিটি ঘিরে দর্শকমহলে যে পরিমাণ উত্তেজনা দেখা গিয়েছে তা অনেকটা ভরসা জুগিয়েছে বি টাউনের মানুষদের।

Pathaan digital rights sold to Amazon Prime

শাহরুখের সিনেমা রিলিজের আগেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছিল। কিন্তু সেই বয়কট ট্রেন্ডকে ধুলোয় মিশিয়ে এই ছবি যে এত ভালো ব্যবসা করবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। দর্শকদের ক্রেজের দিকে নজর রেখেই এবার একটি নামী ওয়েব প্ল্যাটফর্ম আকাশছোঁয়া দামে শাহরুখের ছবির ডিজিটাল স্বত্ব কিনেছে।

Shah Rukh Khan,Pathaan,Amazon Prime,Bollywood,movie,entertainment,digital rights,OTT platform,শাহরুখ খান,পাঠান,অ্যামাজন প্রাইম,বলিউড,সিনেমা,বিনোদন,Entertainment news,Bengali entertainment news,news,Pathaan digital rights,Pathaan Amazon Prime

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নামী ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের কাছে ‘পাঠান’এর ডিজিটাল স্বত্ব বিক্রি করে দিয়েছে যশ রাজ ফিল্মস। ইতিমধ্যেই নাকি ১০০ কোটি টাকায় সেই চুক্তি ফাইনালও হয়ে গিয়েছে। যদিও ওয়েব প্ল্যাটফর্মে ‘কিং খান’এর সিনেমা কবে রিলিজ করবে তা এখনও জানা যায়নি।

Pathaan digital rights sold to Amazon Prime

মনে করা হচ্ছে, খুব শীঘ্রই অনলাইনে রিলিজ করবে না ‘পাঠান’। কারণ প্রেক্ষাগৃহ থেকে ছবিটি যে পরিমাণ আয় করতে পারবে, ওয়েব প্ল্যাটফর্ম থেকে তা পারবে না। আর ঠিক সেই কারণেই কয়েকমাস পরেই হয়তো অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই ব্লকবাস্টার ছবি।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী রিলিজ করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ‘পাঠান’। প্রথম দিনেই ১০০ কোটির ব্যবসা করেছিল এই সিনেমা। রিলিজের প্রায় দু’সপ্তাহ পরেও ছবিটি দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়ছে সিনেমাহলে। ইতিমধ্যেই প্রায় ৯০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। এবার এটাই দেখার, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে শাহরুখের ছবির বিজয়রথ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥