• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের নাম নিয়ে ফুটেজ খাওয়া! কঙ্গনার ছবি মুক্তির আগেই বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

Bollywood,Kangana Ranaut,dhaakad,controversy,movie review,new movie,lock up,promotion,release,কঙ্গনা রানায়াত,সোশ্যাল মিডিয়া,boycott

বলিউডের ‘পাঙ্গা’ গার্ল তিনি আবার তাকে কন্ট্রোভার্সি ক্যুইনও বলা হয়। কারণ যেখানেই কঙ্গনা রানাউত (Kangna Ranaut) সেখানেই বিতর্ক। দেশে বা বিশ্বে কোনোও বিষয় নিয়েই নিজের মত প্রকাশ করতে বাদ দেন না কঙ্গনা। আর তার বেফাঁস মন্তব্যের জেরেই তিনি অধিকাংশ সময় থাকেন শিরোনামে। বর্তমানে আসন্ন ছবি নিয়ে বেজায় ব্যস্ত কঙ্গনা। এখন তিনি অর্জুনের সঙ্গে প্রচার সেরে বেড়াচ্ছেন সর্বত্র। এক্কেবারে নতুন লুকে এই প্রথমবার দেখা মিলবে বলি ক্যুইনের। গত ২০ শে মে মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ধাকড়’। কিন্তু বহু প্রতীক্ষিত এই ছবি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

ছবিটি দেখার জন্য কঙ্গনা রীতিমতো অনুরোধ করেছেন দর্শকদের কাছে। কিন্তু মুক্তির আগে থেকেই তিনি জড়িয়েছেন কন্ট্রোভার্সিতে। রজনীশ ঘাই পরিচালিত এবং ন দীপক মুকুট এবং সোহেল মাকলাই প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত এবং শাশ্বতা চ্যাটার্জি। কিন্তু ছবি মুক্তির আগে থেকেই কঙ্গনার ছবি বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়।

Bollywood,Kangana Ranaut,dhaakad,controversy,movie review,new movie,lock up,promotion,release,কঙ্গনা রানায়াত,সোশ্যাল মিডিয়া,boycott

সাম্প্রতিক কালে শেষ হয়েছে কঙ্গনার ( Kangana Ranaut ) একটি শো লকআপ। সেখানে মুনাব্বরকে শো-এর বিজয়ী করায় অনেকেই বিরক্ত হয়েছেন কঙ্গনার প্রতি। আবার তার উলটো সিধা বক্তব্যেরও নিন্দার মানুষ কম নেই৷ অচিরেই তার ছবি প্রকাশ পেতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি এখনও পর্যন্ত এক কোটির গন্ডীও ছুঁতে পারেনি ধাকড়। সুতরাং বলাই বাহুল্য তার ক্রেজ দিনে দিনে কমছে বলিউডে।

Bollywood,Kangana Ranaut,dhaakad,controversy,movie review,new movie,lock up,promotion,release,কঙ্গনা রানায়াত,সোশ্যাল মিডিয়া,boycott

কেউ কেউ বলছেন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা তিনি ফুটেজ খাওয়ার জন্যই বলেছিলেন। তবে ছবি নিয়ে অনেকেই প্রশংসাও করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “অবশেষে ‘ধাকড়’ দেখেছি, কঙ্গনা রানাউত অ্যাকশন সিকোয়েন্স করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি কয়েকটি অ্যাকশন দৃশ্যে যেভাবে পারফরম্যান্স করেছেন তা প্রশংসনীয় এবং তিনি দুর্দান্ত অভিনেত্রী যে কেউ অস্বীকার করতে পারে না যে তিনি সম্পূর্ণ ফর্মে আছেন। এদিকে তার ছবির দিনেই মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া ২’ রীতিমতো জমিয়ে বাজার করছে বক্স অফিসে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥