• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোশ্যাল মিডিয়া না থাকলে হয়ত চাপা পড়ে যেত কত প্রতিভা! নেট পাড়ায় ভাইরাল যুবকের পপ ডান্সের ভিডিও

Published on:

প্রতিদিন ইন্টারনেটে হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে। এর মধ্যে  হাসির ভিডিও অবাক করার মত ভিডিওর সাথে প্রতিভা প্রকাশের মত ভিডিও দেখতে পাওয়া যায় প্রায়শই। অনেকেই বিশেষ প্লাটফর্মের অভাবে নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারেন না। তবে বর্তমান ইন্টারনেটের যুগে এখন অনেকেই নিউজের সুপ্ত প্রতিভা প্রকাশ করছেন। তাদের মধ্যে অনেকের প্রতিভার ভিডিও ভাইরাল ও হচ্ছে। এমনই একটি প্রতিভার ভিডিও এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাঝ বয়সী যুবক নাচছে। তবে এই নাচ যেকোনো নাচের মত সাধারণ কোনো নাচ নয়। এটি হল নাচের একটি বিশেষ ধরণ, যেটাকে বলা হয় পপিং ড্যান্স। ভিডিওতে ছেলেটি হাসতি রাহে তু  হাসতি রাহে গানে পপিং স্টাইল এ নাচছে। গানের সাথে তালে তাল মিলিয়ে ছেলেটির নাচ সত্যি মনোমুগ্ধকর। আর ছেলেটির এই নাচের ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে নেটিজেনদের কাছেও।

 

https://www.facebook.com/paramita.prince.1/videos/166888001734026

 

ইতিমধ্যেই নাচের এই ভিডিওটিতে দর্শকের সংখ্যা ৫ লক্ষ্য ছাপিয়ে গেছে। সাথে রয়েছে প্রচুর মন্তব্য, নেটিজেনদের প্রত্যেকে  প্রায় প্রশংসা করেছেন যুবকের নাচের। প্রায় লক্ষ্যাধিক বার শেয়ার করা হয়েছে ভিডিওটি। যাকে বলে সুপ্ত প্রতিভা প্রকাশ করে ভাইরাল যুবকের নাচের ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥