শৈশবের সংজ্ঞাই কার্যত বদলে গিয়েছে হাতে হাতে মুঠোফোন এসে যাওয়ার পর থেকে। প্রযুক্তির উন্নতির জেরে মানুষের উপকার যেমন হয়েছে, তেমনই ক্ষতির পরিমাণটাও নেহাৎ কম হয়নি। আজকাল ছেলেবেলায় হারিয়েই গিয়েছে মাঠে গিয়ে খেলাধুলা, স্কুল ছুটির হুল্লোড়, বেড়াতে যাওয়া। এখন তারা অনলাইন গেম পেলেই খুশি।
এবার এই অনলাইন গেমের জেরেই এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যা দেখলে চমকে উঠবেন আপনিও। সম্প্রতি ১৬ বছরের এক কিশোর ঘন্টার পর ঘন্টা অনলাইন গেমে মজে থাকার ফলে, তার মস্তিকে রক্তক্ষরণ শুরু হয়। এরপর ব্রেইন হ্যামারেজ হয়ে অকালে প্রাণ হারায় তরুণ।
পুলিশ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির এই ছাত্রের নাম দর্শন। পুদুচেরির ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলি, আনাই থারসা অঞ্চলের বাসিন্দা বছর ১৬ এর দর্শন।জানা যাচ্ছে, সোমবার একটানা ‘ ফায়ার ওয়াল ‘ খেলতে খেলতে সন্ধ্যে ৭টা নাগাদ অজ্ঞান হয়ে পড়ে যায় দর্শন। দুপুর ৩ টে থেকে টানা সে গেমটি খেলছিল বলে খবর।
অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ক্রমেই খারাপ হচ্ছিল তরুণের অবস্থা। বহু চেষ্টার পরেও চিকিৎসকরা দর্শনকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, মস্তিকে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে তরুণের। ইতিমধ্যেই, এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে দর্শনের মৃত্যু, বর্তমান সমাজের কাছে একটি সাবধানতার পাঠ হিসেবে থেকে যাবে তা বলাই বাহুল্য।