বলিউডের (Bollywood) দিক থেকে দর্শকরা মুখ যে ফিরিয়ে নিচ্ছে তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। সুপারস্টারদের ছবিও আর বক্স অফিসে চলছে না। এমনকি ছবি মুক্তির আগে সুপারস্টাররা দর্শকদের কাছে অনুরোধ করলেও কোনও কাজে আসছে না। সদ্য মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandha) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আরও একবার যেন একথাই প্রমাণিত হয়ে গেল।
গত ১১ আগস্ট একসঙ্গে বড় পর্দায় মুক্তি পেয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। মনে করা হচ্ছিল, এই দুই সুপারস্টারের জাদুতে বলিউডের সুদিন ফিরবে। কিন্তু কোথায় কী! বক্স অফিসে একেবারে চরম ফ্লপ (Box office collection) করল দুই সিনেমা।
‘লাল সিং চাড্ডা’তাও শুরুটা ভালো করেছিল। প্রথমদিনে অক্ষয়ের সিনেমার থেকে অনেকটা বেশিই ব্যবসা করেছিলেন আমিরের ছবিটি। মনে করা হচ্ছিল, যত দিন যাবে ততই বাড়তে থাকবে ছবির আয়ের পরিমাণ। কিন্তু দ্বিতীয় দিনেই ‘মিস্টার পারফেকশনিস্ট’এর সিনেমার বক্স অফিস কালেকশনে ধস নেমেছে।
গত বৃহস্পতিবার, অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন আমির খান-করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১১.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্ক এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। প্রথম দিন যেখানে ছবিটি সাড়ে এগারো কোটি টাকার ব্যবসা করেছিল, দ্বিতীয় দিন সেই অঙ্কটা এসে দাঁড়িয়েছে ৬.৫০ থেকে ৭ কোটি টাকায়। অর্থাৎ এক ধাক্কায় ছবির আয়ের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।
অপরদিকে ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অক্ষয় তাকিয়ে ছিলেন ‘রক্ষা বন্ধন’এর দিকে। এই ছবিটিও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ‘খিলাড়ি’র ছবি প্রথম দিন ৮.২০ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন সেইওঙ্ক আরও কমে গিয়েছে। মাত্র ৬.৪০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে অক্ষয়-ভূমির এই সিনেমা।
সামাজিক মাধ্যম খুললেই এখন একটি ট্রেন্ড চোখে পড়া একপ্রকার প্রায় বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তা হল, ‘বয়কট বলিউড’ ট্রেন্ড। দর্শকরা একের পর এক বিগ বাজেট বলিউড সিনেমা বয়কটের ডাক দিচ্ছেন। ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’এর দিক থেকেও মুখ ফিরিয়েছিলেন তাঁরা। দুই ছবির বক্স অফিস কালেকশন দেখে আর সেকথা বুঝতে কোনও অসুবিধা হচ্ছে না।