• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এরোপ্লেনেও আজকাল ঘটিগরম বিক্রি হচ্ছে! ‘বৌমা একঘর’ এর প্রথম প্রমো দেখে প্রশ্ন দর্শকদের

Published on:

Bouma Ekghor serial promo ghotigorom in aeroplane

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি ছিল জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)। সিরিয়ালের অপু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। শ্বাশুড়ি বৌমার কাহিনী নিয়ে তৈরী সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মন জয় করেছিল। দিপু আর অপুর জুটি জব্বর টেক্কা দিয়েছিল বাকি সিরিয়ালদের। কিন্তু শেষমেশ জনপ্রিয়তা হারিয়ে টিআরপি কমতেই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি।

সিরিয়ালের শেষ হওয়ার কিছুদিন আগেই, যে শ্বাশুড়ি মা বাড়ির বৌ লেখাপড়া শিখে কাজে যাবে মানতে পারতেন না তিনিই অপুকে বিডিও হিসাবে দেখে খুশি হয়েছিলেন। কড়া মেজাজের শ্বাশুড়িরও মন গলিয়ে ফেলেছিল অপু। তাই দর্শকরাতো পছন্দ করবেই। ‘অপরাজিতা অপু’ শেষ হয়ে যাওয়ায় অনেকেরই মন খারাপ হয়েছিল। তবে বেশিদিন মন খারাপ করতে হয়নি।

Aparajita Apu,Bouma Ekghor,Star Jalsha,Sushmita Dey,বৌমা একঘর,ষ্টার জলসা,সুস্মিতা দে,ঘটি গরম,Bengali Serial,New Serial

ইতিমধ্যেই নতুন সিরিয়ালে খানিক নতুন অবতারে হাজির হয়েছেন অপু অভিনেত্রী সুস্মিতা। অবশ্য সিরিয়াল নতুন হলেও চরিত্র খানা কিন্তু প্রায় একই রকম। এখানেও বৌমার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। আর সিরিয়ালের নাম হল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। আগের সিরিয়াল জি বাংলার পর্দায় হলেও এবার ষ্টার জলসার পর্দায় আসছে এই নতুন সিরিয়াল। সেখানেই দর্শকেরা আবারও দেখতে পাবেন প্রিয় অপুকে।

Aparajita Apu,Bouma Ekghor,Star Jalsha,Sushmita Dey,বৌমা একঘর,ষ্টার জলসা,সুস্মিতা দে,ঘটি গরম,Bengali Serial,New Serial

ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে নতুন সিরিয়ালের প্রথম প্রমো ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ঠেলে ঠেলে চাকরি করতে পাঠাচ্ছে তারই শ্বাশুড়ি মা। শ্বাশুড়ী বৌমার গল্প হলেও অনান্য সিরিয়ালের তুলনায় একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়াল। নতুন এই সিরিয়ালের নাম দেওয়া হয়েছে ‘বৌমা একঘর’। তবে এখানে মজার বিষয় হল শ্বাশুড়ী বৌমার লড়াই নয় বরং লড়াইটা জমে উঠবে দুই জায়ের মধ্যে।

আর তাদের লড়াইয়ের বিষয় হল কার বৌমা চাকরি করবে। তাই নিয়ে নিজেদের ছেলের বৌকে জোর করে কাজে পাঠাতে রীতিমতো কম্পিটিশন চলে দুই জায়ের মধ্যে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভিডিও ভাইরাল হতেই চর্চা আলোচনার পাশাপাশি খুঁতও খুঁজে ফেলেছেন দর্শকেরা।

Bouma Ekghor promo Ghotigorom in aeroplane

প্রথম প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে এরোপ্লেনে বসে থাকা অবস্থায় টিকিট টিকি করছে কেউ। আর তার পরেই ঘটিগরম কাঁধে নিয়ে এরোপ্লেনে বিক্রি করছেন এয়ার হোস্টেস। তারপর প্লেনের জানলা দিয়েই গ্রামের সবাইকে হাই হ্যালো করছেন অভিনেত্রী। এই ভিডিও দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে ‘এরোপ্লেনেও আজকাল ঘটিগরম ও বিক্রি হচ্ছে?’ এমন কান্ড নিয়ে হাসাহাসি করেছেন অনেকেই। তবে সে যায় হোক না কেন নতুন সিরিয়ালের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥