দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এক্কেবারে নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। এই সিরিয়ালের হাত ধরেই ফের একবার মেগা সিরিয়ালে কামব্যাক করেছেন জি জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey)। প্রথম দিনেই দমফাটা হাসিতে ভরপুর পারিবারিক ড্রামার এই সিরিয়াল মন ছুঁয়েছে দর্শকদের।
প্রসঙ্গত প্রথম সিরিয়াল ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) থেকেই দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় সুস্মিতা। যদিও আগে তিনি ছিলেন জি বাংলার ঘরের মেয়ে। আর প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মধ্যে রেষারেষি কোনো নতুন ঘটনা নয়। তাই সেসময় অপু কে স্টার জলসার দর্শকরা ভেপু বলে ডাকতেন। আর এখন তিনি জি বাংলা ছেড়ে স্টার জলসাতেই নতুন সিরিয়ালে অভিনয় করেছেন।
শ্বাশুড়ী বৌমার নতুর মজার গল্প নিয়ে আজই স্টার জলসায় শুরু হয়েছে অপু অভিনেত্রীর নতুন সিরিয়াল। তার বিপরীতে নায়কের চরিত্রে রয়েছেন ফেলনা খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা দিব্যজ্যোতি রায় (Dibyojyoti Roy)। সিরিয়ালের মূল গল্প তৈরি হয়েছে দুই জায়ের মিষ্টি রেষারেষি কে কেন্দ্র করে।
সিরিয়ালের প্রথম দিনের এপিসোডেও সেই রেষারেষির ঝলক পাওয়া গেল। যেখানে এক জায়ের সমস্ত ছেলের বৌরা চাকরি করে। তাই সেই জাকে টেক্কা দিতে নিজের ছেলের জন্যও চাকরিওয়ালা বৌমা খুঁজছেন আর এক জা। অন্যদিকে সিরিয়ালের নায়িকার স্বপ্ন টাকা পয়সা ওয়ালা ছেলের সাথে বিয়ে করে সে দুবাই যাবে। এটাই তার জীবনের স্বপ্ন।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা বৌয়ের সাজে টুকটুকে লাল বেনারসি পরে তৈরি হচ্ছে নায়িকা। বিয়ের মন্ডপে যাওয়ার আগেও তার মুখে একটাই কথা বিয়ে করে বর দুবাই যাবে তো! অন্যদিকে চাকরি ওয়ালা বৌমা জোগাড় করতে ছেলেকে নিয়েই মন্ডপে এসে হাজির শ্বাশুড়ি। এরপরেই দেখা যায় বিয়ের মন্ডপে বর বৌয়ের শুভ দৃষ্টি হতেই চমকে যায় নায়ক নায়িকা।