• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তলানিতেই বন্ধ হচ্ছে ‘বৌমা একঘর’! ৩ মাসের মধ্যে কামব্যাক করব, চ্যালেঞ্জ নায়ক দেবজ্যোতির

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই যে কতটা কঠিন তা সেখানে কাজ করা প্রত্যেকটি মানুষ জানেন। এখানে প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকগুলির (Serial) ভাগ্য নির্ধারণ হয়। আজ যে ধারাবাহিক শীর্ষে রয়েছে, কাল সেই ধারাবাহিকের টিআরপিই তলানিতে গিয়ে ঠেকতে পারে। সেই কারণে এখন দেখা যাচ্ছে, শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে বহু ধারাবাহিক।

সম্প্রতি যেমন হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে ‘বৌমা একঘর’ (Bouma Ekghor) ধারাবাহিকটি। শুরু হয়েছিল মাত্র তিন মাস আগে। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনও জয় করে নিয়েছিল সেই ধারাবাহিকটি। কিন্তু কোথায় কী! আচমকাই দর্শকদের মন খারাপ করে বন্ধ করে দেওয়া হল ‘বৌমা একঘর’।

   

Bouma Ekghor

মাত্র তিন মাস আগে শুরু হলেও, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছিলেন অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী (Debojyoti Roy Chowdhury)। রাজুর চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকমনে দাগ কেটেছিল।

তবে ‘বৌমা একঘর’ কিন্তু দেবজ্যোতির প্রথম কাজ নয়। এর আগে ‘ফেলনা’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে তাঁর অভিনেতা হওয়ার সফরটা কিন্তু একেবারেই সহজ ছিল না। প্রচুর কষ্ট করে এই জায়গায় পৌঁছতে পেরেছেন তিনি।

Bouma Ekghor

দেবজ্যোতির বাবা একেবারেই নাকি চাইতেন না তিনি অভিনয় জগতে পা রাখুন। কিন্তু ছোট পর্দার রাজু ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন অভিনেতা হওয়ার। সেই জন্যই প্রথমে থিয়েটারে অভিনয় করা শুরু করেন তিনি। তবে বাড়ি থেকে কিন্তু একটুও সমর্থন তিনি পাননি। সেই জন্য টিউশনি করে নিজের অডিশনের খরচ চালানোর সিদ্ধান্ত নেন দেবজ্যোতি।

Debojyoti Roy Chowdhury

‘বৌমা একঘর’ হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় ফের দর্শকদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন পর্দার রাজু। ধারাবাহিকের এভাবে বন্ধ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কলাকুশলী থেকে শুরু করে দর্শক কেউই। ভিন্ন ধরণের গল্পের এই ধারাবাহিক নিয়ে আশাবাদী থাকলেও সেটি না চলায় বেশ অবাক হয়েছেন তাঁরা। তবে এই পরিস্থিতিতেও হাড় মানতে নারাজ দেবজ্যোতি। অভিনেতা চ্যালেঞ্জ নিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ধামাকেদার কামব্যাক করার। আপাতত ফের নতুন চরিত্রে দেবজ্যোতিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছেন দর্শকরা।