মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও অল্প দিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) ছিল অভিনেত্রীর প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়াল থেকেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তবে জি বাংলার প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরে কিন্তু আর বসে থাকতে হয়নি অভিনেত্রীকে।
প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরেই হাতে চলে আসে স্টার জলসার মতো প্রথম সারির চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। এই চ্যানেলের জপনপ্রিয় সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ শেষ হতেই তার জায়গা নিয়েছিল সুস্মিতার নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। তাই বিরাট দায়িত্ব ছিল অভিনেত্রীর কাঁধে। কিন্তু জি বাংলার অপু স্টার জলসার টিয়া হয়ে এসে দর্শকদের মনে ছাপ ফেলতে পারেননি একেবারেই।
তাই তো মাত্র তিন মাসেই কার্যত মুখ থুবড়ে পড়ল এই সিরিয়াল। টি আর পি -র দৌড়ে ধাক্কা খেয়ে একেবারে শেষের পথে বৌমা একঘর। গত সপ্তাহেই রবিবার শেষ হয়েছে এই সিরিয়ালে শেষ পর্বের শুটিং। সামনেই অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার শেষবারের মতো টিভিতে দেখা যাবে বৌমা এক ঘরের টিয়া অভিনেত্রী সুস্মিতাকে।
এমনিতেই দিনের পর দিন অভিনয় করতে করতে সিরিয়ালের কলাকুশলীরা একটা পরিবারের মতো হয়ে যায়। তার ওপর মাত্র তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। তাই সব মিলিয়ে একটু বেশিই মন খারাপ সিরিয়ালের নায়িকা সুস্মিতা দের। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখ খুলেছিলেননায়িকা।
অল্প দিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপের কথা বলতে গিয়ে এদিন নায়িকা বলেই ফেলেন কেন যে দর্শকদের পছন্দ হলো না, তা বুঝতে পারছেন না তিনি নিজেও। মাত্র তিন মাসেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই প্রথমে নাকি মাথায় একেবারে বাজ পড়ছিল অভিনেত্রীর। তবে সব কিছুরই শেষ থাকে এই কথা ভেবেই নিজের মনকে বুঝিয়েছেন অভিনেত্রী।