• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের প্রতি ছুকছুকে বাতিক! ফুলশয্যার রাতে হুলুস্থূল কান্ড তিথি-রুদ্রিকের, রইল ভিডিও

Published on:

Boron,বরণ,Rudrik,রুদ্রিক,Tithi,তিথি,Flower Bed,ফুলশয্যা

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। দিনে দিনে দর্শকদের পছন্দের এমনই একটি মেগা সিরিয়াল হয়ে উঠেছে স্টার জলসার বরণ (Boron)। মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। তাই টিআরপির দৌড়েও ছোট্টো ছোট্ট পায়ে এগোতে শুরু করেছে রুদ্রিক -তিথির (Rudrik-Tithi) মিষ্টি প্রেমের কাহিনী।

সম্প্রতি সিরিয়ালের প্লট এসেছে নতুন টুইস্ট। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে অপদার্থ রুদ্রিকের সাথে নায়রার বিয়ে হচ্ছিল। কিন্তু বিয়ের মণ্ডপে নায়রার পরিবর্তে তিথির সিঁথিতেই সিঁদুর পরিয়ে দিচ্ছে রুদ্রিক। এমন এক কাণ্ডের পর রীতিমত ক্ষেপে লাল হয়ে যায় তিথি। কিন্তু গোটা ব্যাপারটাই যে পূর্ব পরিকল্পিত তা ঘূণাক্ষরেও টের পাইনি তিথি।

Boron,বরণ,Rudrik,রুদ্রিক,Tithi,তিথি,Flower Bed,ফুলশয্যা

শেষমেশ নানান নাটক, ঝামেলা পেরিয়ে ঠাম্মির কথায় তিথিও একপ্রকার মানতে বাধ্য হয় যে সেই এই বাড়ির আসল বউ। চাইলেও সে এই সম্পর্ককে এড়িয়ে যেতে পারবে না। এরপর মারামারির মধ্যে দিয়েই খুনসুটির মুহূর্ত দেখা গিয়েছে সিরিয়ালে। সেই খুনসুটির মধ্যেই রুদ্রিক আর তিথিকে কাছাকাছি আসতে দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।

Boron,বরণ,Rudrik,রুদ্রিক,Tithi,তিথি,Flower Bed,ফুলশয্যা

একপ্রকার পরিস্থিতির চাপে পড়েই রুদ্রি -তিথির বিয়ে হলেও আদৌ এই সম্পর্কটা টিকবে কিনা তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দর্শকরা। ইতিমধ্যেই চ্যানেলের কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়েছে একটি নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে রুদ্রিক তিথির ফুলশয্যাকে কেন্দ্র করে বেধে গিয়েছে হূলস্থূল কান্ড। ভিডিওটির প্রথমেই দেখা যাচ্ছে রুদ্রিককের কোলে চড়েই তিথি রুদ্রিককে বলছে তার নাকি ছুঁকছুঁকানি বাই আছে। তাই মেয়ে দেখলেই সে টাচ করে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

যা শুনে রুদ্রিক তাকে খাটে ফেলে দিতেই ঘর থেকে গজগজ করতে বেরিয়ে যেতে যেতে তিথি বলে ‘ওর মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে আমি ঘর করতে পারবো না।’ অন্যদিকে রুদ্রিকও বাজি ধরে বসেছে সেও ফুলশয্যার রাতে তিথিকে ‘টাচ’ করে দেখাবে। আর এই ভিডিও সামনে আসতেই নেটিজেনরাও আশাবাদী রুদ্রিক একটু হলেও তিথিকে টাচ তো করবেই!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥