• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তলানিতে ঠেকেছে TRP! বড়সড় সিদ্ধান্ত নিল ষ্টার জলসা, বদলে যাচ্ছে জনপ্রিয় সিরিয়ালের টাইম স্লট

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই সিরিয়াল প্রেমীদের কাছে প্রতিনিয়ত টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখা একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। তাই দেখতে দেখতে কবে যেন সিরিয়ালের পছন্দের চরিত্ররাই হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ। আর এই কারণেই আচমকা কোনও সিরিয়াল বন্ধের খবর কানে আসতেই মন খারাপ হয়ে যায় দর্শকদের।

এমনিতে টিআরপি রেটিংয়ে সেরার শিরোপা দখল করতে প্রতিনিয়ত লড়াই চলতে থাকে বিনোদনমূলক চ্যানেল গুলোর মধ্যে। উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই এই টিআরপির দৌড়ে এগিয়ে থাকার লড়াইয়ে জি বাংলা কে কড়া টক্কর দিয়ে সেরার শিরোপা নিজেদের দখলেই রেখেছে স্টার জলসা (Star Jalsha)। এছাড়াও টিআরপি চার্টের শুরুতেই আছে এই চ্যানেলের একাধিক সিরিয়াল।

   

বরণ,Boron,Star Jalsha,স্টার জলসা,Tithi,তিথি,Rudrik,রুদ্রিক
এছাড়া টিআরপি তালিকায় নিজেদের স্থান ধরে রাখতে একের পর এক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) র প্রমো। এই সিরিয়ালের মূল ইউএসপি হল প্রধান চরিত্রের অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। সিরিয়ালে তিনি অভিনয় করতে চলেছেন অ্যাডভোকেট অরিন্দম বসুর চরিত্রে।

বরণ,Boron,Star Jalsha,স্টার জলসা,Tithi,তিথি,Rudrik,রুদ্রিক
আর নতুন সিরিয়াল আসা মানেই আরও এক সিরিয়ালের ওপর নেমে আসে খাঁড়া। শোনা যাচ্ছে কম টিআরপির অভাবে এবার হতে চলেছে স্টার জলসার সিরিয়াল ‘বরণ'(Boron)। উল্লেখ্য এই সিরিয়ালের বয়স কিন্তু বেশি দিন নয়। গত বছরের ৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই নতুন সিরিয়াল। একেবারে নতুন মুখ, সুস্মিত মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পালকে নিয়ে শুরু হয় সিরিয়াল।

বরণ,Boron,Star Jalsha,স্টার জলসা,Tithi,তিথি,Rudrik,রুদ্রিক
তবে সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের তিথি (Tithi), রুদ্রিক (Rudrik) জুটির ব্যাপক ফ্যান ফলোয়িং থাকলেও শুরু থেকেই আজ অবধি কখনও টিআরপি রেটিং ভালো জায়গা করে নিতে পারেনি এই সিরিয়াল। শুরুতে রাত ৮ টার স্লটে এই সিরিয়ালের দেখানো হলেও পরে সরিয়ে এটিকে নিয়ে আসা হয় বিকেল ৫.৩০ টার স্লটে। তাই এখন অনুমান করা হচ্ছে এবার বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল।