• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয়ের প্রযোজিত ‘দুর্গামতি’ ছবিতে এবার ভয়ঙ্কর লুকে ভূমি পেডেনকর! গুঞ্জন শুরু নেটপাড়ায়

Published on:

গত কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়ের (akshay kumar) সিনেমা লক্ষ্মী (Laxmi) । ছবিতে অক্ষয়ের লুক নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের রোষের মুখে পড়ে বাধ্য হয়ে বদলাতে হয়েছিল ছবির নামও। ছবিতে অক্ষয়কে দেখা গিয়েছিল একজন বৃহন্নলার লুকে। লক্ষ্মীর পর এবার অক্ষয় প্রযোজিত ‘দুর্গামতি’ ছবিতে ভূমি পেডেনকরের লুক নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

গতবছর ‘টয়লেট এক প্রেম কথা’ ছবি দিয়েই প্রযোজনার কাজ শুরু করেন অক্ষয় কুমার। এবার অক্ষয়ের প্রযোজনায় আসতে চলেছে দুর্গামতি(durga mati)। ইতিমধ্যেই ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। চলতি বছরের ১১ই ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ছবিটি রিলিজ হবে।

‘দুর্গামতী’ তামিল ছবি ভাগমথীর হিন্দি রিমেক। দুর্গামতি হলেন এক নিরীহ সরকারী আধিকারিকের গল্প, যাকে শক্তিশালী শক্তির সাথে জড়িত একটি বড় ষড়যন্ত্রের শিকার করা হয়েছিল। ট্রেলারে আমরা দেখতে পেলাম যে আরশাদ ওয়ারসিকে একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং তাকে ধরার জন্যই তদন্তকারী কর্মকর্তা মাহি গিল এই মামলায় আসার জন্য ভূমিকে ভাড়া নিয়েছেন।

এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডেনকর। হরর কমেডি এই সিনেমায় ভূমির পাশাপাশিও রয়েছেন অভিমন্যু রায়, আরশাদ ওয়ারসি, জিশু সেনগুপ্ত, মাহি গিল, করণ কাপাদিয়া প্রমুখরা। ছবিতে ভূমির লুকেই চমকে গিয়েছেন দর্শক-কূল। আগুন চোখে রেগেমেগে আয়নার ভেতর থেকে তাকিয়ে রয়েছেন তিনি। এখন এখন ছবি মুক্তির অপেক্ষাতেই দিন গুনছেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥